‘স্যার সারারাত অভিযানে ছিলেন, এখন ঘুমে’
28 Dec, 2013
বিরোধী জোটের ‘ঢাকামুখী অভিযাত্রা’র আগে সারাদেশের মতো রাজধানীতেও পুলিশের অভিযান চলছে, যাতে নেতৃত্ব দিচ্ছেন থানাগুলোর কর্তাব্যক্তিরা।
শুক্রবার রাতে ঢাকা মহানগরের তেজগাঁও, মোহাম্মদপুর, শিল্পাঞ্চল, আদাবর ও শেরেবাংলানগর থানা এলাকা থেকে দুই শতাধিক জনকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
অভিযানের বিষয়ে জানতে শনিবার দুপুরে আদাবর থানার ওসি গাজী রুহুল আমিনের মোবাইল ফোনে কল করা হলে ধরেন ওই থানার কনস্টেবল হানিফ আলী।
ওসির সঙ্গে কথা বলতে চাইলে এই কনস্টেবল বলেন, “রাতে স্যার অভিযানে ছিলেন। এখন তিনি ঘুমে আছেন, কারো ফোন ধরতে পারবেন না।”
তেজগাঁও বিভাগের এই পাঁচটি থানায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে।
রাতভর অভিযানে অংশ নেয়া পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকারের মোবাইল ফোনে অনেকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, শেরেবাংলানগর ও তেজগাঁও থানার ওসিররাও কল ধরেননি।
উৎসঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন