খুলনায় মুসলিম ছাত্রীর সঙ্গে হিন্দু ডাক্তারের লিভ টুগেদার!
December 27, 2013 | Filed under: চলতি খবর,ঢাকার বাইরে | Posted by: নিউজ ডেস্ক/মেহা
live_toghetherনিউজ ইভেন্ট ২৪ ডটকম
ঢাকা
খুলনা মেডিকেল কলেজের এক মুসলিম ছাত্রীর সঙ্গে লিভ টুগেদারের অভিযোগে ঐ হাসপাতালের সার্জারি বিভাগের হিন্দু ডাক্তার নিরুপম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এক কন্যা সন্তানের জনক ডা: নিরুপম এর আগেও দু’টি বিয়ে করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সোনাডাঙ্গা থানার এস আই জেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে নগরীর বসুপাড়া চিরুনি ফ্যাক্টরি এলাকার একটি ভাড়া বাসা থেকে খুলনা মেডিকেল কলেজের এক ছাত্রী (২২) ও ডা: নিরুপম মণ্ডলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডা: নিরুপম মণ্ডল নিজেকে মুসলমান এবং ছাত্রীকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বিগত তিনমাস ধরে লিভটুগেদার করে আসছিলেন। ডা: নিরুপম ধর্ম পরিবর্তন করে মুসলমান হবে ও ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। প্রতারণার অভিযোগে কেএমসি’র ঐ ছাত্রী ও ডা: নিরুপম মণ্ডলকে কেএমপি’র ৭৭ ধারায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: জুয়েল কৃষ্ণ সুরও একই কলেজের এক মুসলিম ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ টুগেদারের ঘটনা প্রকাশ পাওয়ায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২৭ ডিসেম্বর, ২০১৩/২২.০০/মেহেদী হাসান
আরো খবর:
খুলনায় রেলের ফিসপ্লেট খোলার সময় হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ নেতা জাহাঙ্গীর
চুয়াডাঙ্গায় আপোসে সহবাস হলেও ধর্ষণের মামলা!
মানিকগঞ্জে ট্রলি চাপায় কলেজছাত্রী নিহত
সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
নড়াইলে মোটরসাইকেল চালকে কুপিয়ে হত্যা
- See more at: http://www.newsevent24.com/2013/12/27/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99/#sthash.6kcpM5In.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন