Fri, 27 Dec, 2013 06:37:14 PM
বৃটেনে মুসলমানদের বিরুদ্ধে হিসাত্মক
ঘটনা বাড়ছে বিপজ্জনক হারে
নতুন বার্তা ডেস্ক
লন্ডন: গ্রেট বৃটেনে বিপন্ন মুসলিমরা। সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশিত ২০১৩ সালে বৃটেন জুড়ে মুসলিমদের বিরুদ্ধে হিসাত্মক ঘটনা বৃদ্ধি পেয়েছে মারাত্মক হারে। বিশেষত দক্ষিণ-পূর্ব লন্ডনের রাস্তায় দুই চরমপন্থী ইসলামীর হাতে দিনের আলোয় এক সৈন্যের নৃশংস হত্যাকাণ্ডের পর এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
সারা দেশ জুড়েই ২০১৩ সালে মুসলিমবিরোধী অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান। লন্ডনেই মেট্রোপলিটন পুলিশের কাছে এমন অন্তত ৫০০টি অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে।
তবে বাস্তবিক ক্ষেত্রে চিত্রটা অনেক বেশি ভয়াবহ। মুসলিমদের বিরোধী অপরাধের সংখ্যাটাও আরো অনেক বেশি। ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ বাহিনী প্রকৃত সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করছে।
মুখ্য পুলিশ কর্মকর্তাদের সংগঠন জানিয়েছিল ২২ মে বৃটিশ সৈনিক লি রিগবির হত্যাকাণ্ডের পর পাঁচ দিনের মধ্যে মুসলিম বিরোধী ৭১টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল।
মুসলিমবিরোধী কার্যকলাপের বিরোধিতা করে কাজ করে `টেল মাম্মা` নামের একটি সংগঠন জানাচ্ছে চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত এই ধরণের ৮৪০টি ঘটনার হদিশ পেয়েছেন তারা। তাদের আশঙ্কা আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ১০০০ ছাড়িয়ে যাবে। ২০১২ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৮২। সূত্র: ডিনিউজ।
নতুন বার্তা/এসএফ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন