শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩


পুলিশের বিচার করলেন ঢামেক চিকিৎসক! 28 Dec, 2013 ঘুষি মেরে এক রিকশাচালকের নাক ফাটিয়ে দেয়ার কারণে দোষী পুলিশের চাকরি খাওয়ার হুমিক দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম (ইএমও)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ নিয়ে জরুরি বিভাগে ব্যাপক তোলপাড় হয়। জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রিকশাচালক আসাদুল ইসলাম (২৪) মিরপুর ১০ নম্বর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল ইসলামের (২৮) গায়ে রিকশা লাগিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক নাজমুল ইসলাম চালকের নাকে সজোরে ঘুষি মারলে তার নাকের হাড় ভেঙে যায়। বিষয়টি অপর এক পুলিশ সার্জেন্টের নজরে আসে। পরে সার্জন্ট রিকশাচালককে চিকিৎসা দিতে ঢামেকে নিয়ে যেতে কনস্টেবল নাজমুলকে নির্দেশ দেন। নাজমুল ওই রিকশাচালককে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামের (ইএমও) কাছে নিয়ে গেলে তিনি নাক-কান-গলা বিভাগে পাঠান। আর এদিকে চিকিৎসক আব্দুস সালাম পুলিশ কনস্টেবল নাজমুলকে চাকরি খেয়ে ফেলার হুমকি দেন এবং শাস্তিস্বরূপ ওই স্থানে তাকে আধাঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক চিকিৎসক সালামের কাছে ছুটে যান এবং বিষয়টি মিটমাট করেন। এ ব্যাপারে রিকশাচালক আসাদুলের বড় ভাই ইদ্রিস আলী বাংলামেইলকে বলেন, ‘যেহেতু পুলিশ নিজেই আমার ভাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন তাই আমাদের কোনো অভিযোগ নাই।’ উৎসঃ বাংলামেইল২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন