সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩


খালেদা ব্যর্থ, সুপ্রিমকোর্টে হামলার জন্য যুবদল-ছাত্রদল ও শিবির দায়ী : আশরাফ নয়া দিগন্ত অনলাইন ২৯ ডিসেম্বর ২০১৩, রবিবার, ৬:১৪ মন্তব্য: ১৮ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ঢাকা অভিমুখী কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রয়াস চালিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিরোধী জোটের ঢাকা অভিমুখী কর্মসূচির মধ্যে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিমকোর্ট চত্বরে হামলার জন্য যুবদল-ছাত্রদল-শিবির দায়ী। কারণ সেখানে আওয়ামীপন্থী কোনো আইনজীবী ছিল না। তারা বর্তমানে শীতকালীন ছুটিতে আছেন। সেখানে উপস্থিত আইনজীবী পোশাকদের কেউ বিএনপিপন্থী আইনজীবীও নয় বলে অভিযোগ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, যুবদল-ছাত্রদল এবং শিবির ক্যাডারদের আইনজীবীদের কালো পোশাক পরিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তারাই সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে আশরাফ বলেন, আপনারা ভয়ানক হেডলাইন করেছিলেন। কী হয়েছে, কিছুই হয়নি। খালেদা জিয়া আবারো ব্যর্থ হয়েছেন। কারণ এই কর্মসূচির সঙ্গে জনগণের আত্মিক কোনো সম্পর্ক নেই। আগামী ৫ জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটবে না বলে আবার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন