প্রস্তুত হোটেল-ক্লাবগুলো থাকছে দেশী-বিদেশী ডিজেরাও
30 Dec, 2013
একদিন বাদেই থার্টিফার্স্ট নাইট। আর থার্টিফার্স্ট নাইট মানেই চোখ-ধাঁধানো জমকালো নানা আয়োজন। ২০১৪ খ্রিস্টাব্দকে স্বাগত জানানোর জন্য এখন প্রস্তুত সারা বিশ্ব। আমাদের দেশেও এর রেশ বইছে জোরালো গতিতে। প্রতি বছরের মতো এবারও দেশী-বিদেশী ডিজেদের মাধ্যমে নতুন বছরকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের অভিজাত হোটেল, ক্লাব, রেস্টুরেন্ট, বিচ, ক্যাফেসহ বিভিন্ন স্থানে থাকছে নানা রকমের শো। থার্টিফার্স্টের শীতের রাতের এই শোগুলোতে চমক হিসেবে থাকছে দেশী বিদেশী আবেদনময়ী নারী ডিজে। শুধু তাই নয়, এসব স্থানে ডিজে ছাড়াও থাকছে ফ্যাশন শো, ডান্স শো, লেজার শো, কনসার্টসহ বিভিন্ন আয়োজন, যার প্রতিটি ক্ষেত্রেই নারীদের উপস্থিতি বেশি থাকছে। বিভিন্ন দেশ থেকে নারী ডিজে, ড্যান্সার, মডেল নিয়ে আসা হয়েছে শো করানোর জন্য। থার্টিফার্স্ট নাইটকে ঘিরে এরই মধ্যে রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে থার্টিফার্স্টের বেশির ভাগ আয়োজনই এবার হচ্ছে ইনডোরে। রাজধানীর অভিজাত হোটেল-ক্লাবসহ বিভিন্ন স্থানে ডিজে পার্টির উন্মাতাল নৃত্যে বর্ষবরণের প্রস্তুতি ইতিমধ্যে শেষ। থার্টিফার্স্ট নাইটে তারুণ্যকে উন্মাদনায় ভাসাতে গুলশানের অভিজাত ওয়েস্টিন হোটেলে স্টার গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘অল দেট গ্লিটারস ইজ গোল্ড’ নামের একটি অনুষ্ঠান। ডিজে পার্টি এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। এই শোর জন্য আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছে নারী ডিজে ও প্রডিউসার মিস জেনিফারকে। তার সঙ্গে থাকবেন ডিজে মাধাউস। এছাড়াও দেশী বেশ কিছু পুরুষ-নারী ডিজে পারফর্ম করবেন। এই শোর বিভিন্ন দামের টিকিট পাওয়া যাবে ভেন্যুতে। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ১৪ তলায় ‘রেড ভিনটেজ’ নামে থার্টিফার্স্টের একটি চোখ-ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে পারফরমেন্সের জন্য নিয়ে আসা হয়েছে মুম্বইয়ের হট নারী ডিজে মেঘা কাওলেকে। এই নিউ ইয়ার সেলিব্রেটিং পার্টিতে তার সঙ্গে আরও পারফর্ম করবেন বাংলাদেশের ডিজে লিটন, ডিজে জোবায়ের, ডিজে পরী ও ডিজে রাজন। রাতব্যাপী এই অনুষ্ঠান চলবে বলে জানা গেছে। শাহবাগের রূপসী বাংলা হোটেলের বলরুমে রাত ৮টা থেকে ভোর চারটা পর্যন্ত আয়োজন করা হয়েছে ‘নিউ ইয়ার’স সেলিব্রেশন ২০১৪’ নামে একটি অনুষ্ঠান। জেসি এন্টারটেইনমেন্টের আয়োজনে এ অনুষ্ঠানে পারফর্ম করবেন ডিজে জানসহ বেশ কিছু ডিজে। এছাড়াও থাকছে লেজার শো, ফায়ার ওয়ার্কস ও ককটেলস। এদিকে রেডিসন হোটেলের উৎসব হলে সন্ধ্যা থেকে রাতব্যাপী চলবে ‘সাব জিরো’
এক জমকালো অনুষ্ঠান। এখানে থাকছে ডিজে পার্টি, চোখ-ধাঁধানো ফ্যাশন শো, কনসার্ট ও ফায়ার ওয়ার্কস। পারফর্ম করবে ব্যান্ড মাইলস। ডিজে পরিবেশন করবেন ডিজে সরন, ডিজে প্রিন্স, ডিজে জি ও ডিজে জাদু। একই হোটেলে অনুষ্ঠিত হবে ‘লেট নাইট প্রিমিয়াম ডিজে পার্টি’। দেশের শীর্ষ ডিজেরা এখানে পারফর্ম করবেন। রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত চলা এই ডিজে পার্টির টিকিট মূল্য ৪০০০ টাকা (সিঙ্গেল) এবং ৬০০০ টাকা (কাপল)। ঢাকার বাইরের বেশ কিছু স্থানেও থার্টিফার্স্টের জমকালো ডিজে পার্টি আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ অফিসারস্ মেসে রাত ৮টায় অনুষ্ঠিত হবে ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৪’ পার্টি। এখানে থাকছে নিউ ইয়ার সেলিব্রেশন কেক, কালচারাল শো ও কনসার্ট, ডিসকো, ডিনার ও র্যাফেল ড্র। এখানে পারফর্ম করবেন জনপ্রিয় ডিজে রাহাত। সংগীত পরিবেশন করবেন প্রেম ও তৃণা। এখানে টিকিট মূল্য ৪০০ টাকা (শিশু), ৬০০ টাকা (সিঙ্গেল) এবং ১০০০ টাকা (কাপল)। ক্যাজুয়াল পোশাকে প্রবেশ করা যাবে এখানে। সুচি সিপ্রটের আয়োজনে চট্টগ্রামের দ্য প্যানেসিয়া হোটেলে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে ‘সেলিব্রেশন পার্টি অফ ২০১৪’। ডিজে রফিক, ডিজে সোহেল ছাড়াও এখানে পারফর্ম করবেন চট্টগ্রাম ও ঢাকার জনপ্রিয় ডিজেরা। টিকিট মূল্য ৩৫০০ টাকা। কক্সবাজারের ওসান প্যারাডাইজ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে ‘ডিজিআইজি-৩১’ নামক একটি জমকালো অনুষ্ঠান। ডিজে আকিল, ডিজে জন, ডিজে জারা, ডিজে মিশু, ডিজে আভিলা, ডিজে ইমরান ও ডিজে তারিন এখানে পারফর্ম করবেন। এখানে টিকিট মূল্য ১৫০০ টাকা (সিঙ্গেল) এবং কাপল ২০০০ টাকা। এদিকে ১লা জানুয়ারি চট্টগ্রামের বিএমএস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে রাজত্ব গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘নিউ ইয়ার ইভ-২০১৪’। ডিজে রাহুল সিং এখানে পারফর্ম করবেন। এছাড়াও ডিজে নেইল রিমিক্সার, ডিজে সেম, ডিজে হিমেল, ডিজে দিপুসহ পারফর্ম করবেন একাধিক ডিজে। এখানকার টিকিট মূল্য ৬০ টাকা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ডিজে পার্টি, ফ্যাশন শো, ডিসকো, লেজারশোসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে নতুন বছর ২০১৪।
উৎসঃ মানবজমিন
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন