মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩


মধ্যরাতে রাজধানীর বাংলা মোটরে পুলিশের বাসে আগুন, নিহত এক বিডিনিউজ « আগের সংবাদ 11 পরের সংবাদ» বিরোধী জোটের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলা মোটরে পুলিশের একটি বাসে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গতরাত সাড়ে ১১টার দিকে বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিকাল ৫টায় শেষ হয় ১৮ দলের অবরোধ কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার এসআই হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থেমে থাকা বাসে তিন পুলিশ সদস্য ছিলেন, এর মধ্যে একজন পুড়ে মারা গেছেন, আহত হয়েছেন অন্য দুজন। নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার নাম সাইদুল ইসলাম। অন্যজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বাসটিতে আগুন জ্বলার সময় মোটর সাইকেলে করে দুজনকে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখেছেন তিনি। সালাহউদ্দিন সোহাগ নামে ওই সংস্কৃতিকর্মী শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে আসছিলেন, তার সামনেই মারা যান পুলিশ সদস্য। তিনি বলেন, “হঠাত্ কাচ ফাটার মতো শব্দ শুনতে পাই, তাকিয়ে দেখি বাসটি জ্বলছে। এই সময় দুজনকে একটি মোটর সাইকেলে চেপে দ্রুত শাহবাগের দিকে চলে যেতে দেখেছেন তিনি। “আমি দ্রুত সেখানে যাই। গিয়ে দেখি, পুলিশের পোশাক পরা একজন পেছনের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আমি তাকে বের করে আনার চেষ্টা করি। কিন্তু তার পা ভেতরে আটকে যায়।”বেশ কসরত করে ওই পুলিশ সদস্যকে বের করে আনার পর সালাহউদ্দিনের সামনেই তার মৃত্যু হয়। বর্ণনা দেয়ার সময়ও ঘটনার আকস্মিকতায় কথা আটকে যাচ্ছিল এই যুবকের। বাসে আগুন নেভানো হয়েছে। সোয়া ১২টার দিকে বাসটিকে রেকার দিয়ে টেনে সরানোও হয়েছে। সেখানে পুলিশ ও র্যাব সদস্যরা ছুটে গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন