সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩


নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের 'না' 16 Dec, 2013 দশম জাতীয় সংসদ নির্বাচন নানা জটিলতার মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বিদেশী পর্যবেক্ষক নিয়েও পরেছে বিপাকে । সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অনীহা প্রকাশ করেছে বিদেশী পর্যবেক্ষক সংস্থাগুলো। ইসি সূত্র জানায়, গত সপ্তাহে শর্তসাপেক্ষে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণের আবেদন করলেও অন্য কোনো সংস্থা এখন পর্যন্ত আবেদনই করেনি। ইউরোপীয় ইউনিয়ন আবেদন করলেও নির্বাচন সুষ্ঠু হওয়া এবং নির্বাচনী পরিবেশ সৃষ্টির শর্ত দিয়েছে। সূত্র আরও জানায়, নবম সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দূতাবাস থেকে পর্যবেক্ষক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেও এবার তাদের পক্ষ থেকে কোনো আগ্রহ দেখানো হচ্ছে না। বিদেশিদের নির্বাচনে আগ্রহী করে তোলা যাচ্ছে না ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ চেষ্টায়। তাই এ নিয়ে ইসি হতাশা। আবার অর্ধেকের বেশি আসনে নির্বাচন না হওয়াতে কমে এসেছে দেশীয় পর্যবেক্ষকের সংখ্যাও। এবার নির্বাচনে জমা পড়েছে ১২০টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার মধ্যে মাত্র ৩৫টির। এর মধ্যে ২৩টি ইলেকশন ওয়ার্কিং গ্রুপভুক্ত সংস্থা। অন্য সংস্থাগুলোর মধ্যে আইন সহায়তা কেন্দ্র, জানিপপ, ফেমা, ব্রতী, প্যারাডাইস, পলিসি রিসার্স স্টাডিস ফাউন্ডেশন, রেডকো সোসাইটি, একর্ড, গণচেতনা সংস্থা অন্যতম। যেখানে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল এক লাক ৫৮ হাজার ৯৭৮ জন। যার মধ্যে ইডব্লিউজির ছিলো ১ লাখ ৪৯ হাজার ৮৩৫জন। আর বিদেশি পর্যবেক্ষক ছিল ৫৮৫জন। সেখানে গত ২৫ নভেম্বর এসব সংস্থার ব্যানারে সর্বমোট ২২ হাজার ৩০২ জন পর্যবেক্ষক আবেদন করেন। তারা সবাই এখনও ইসির অনুমোদনের অপেক্ষায় আছেন। ইসি সূত্র আরও জানায়, নবম সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি বুথে দুইজন পর্যবেক্ষক থাকার বিধান থাকলেও ২০১০ সালের সংশোধিত নীতিমালা অনুসারে তা নেই। যার ফলে পর্যবেক্ষকদের সংখ্যা এমনিতেই কমে আসে। পর্যবেক্ষকদের বিষয়ে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান আরজু পরিবর্তনকে বলেন, বিদেশী পর্যবেক্ষকদের আবেদনের সুযোগ রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত। তাই এখনও তেমন সাড়া পাওয়া না গেলেও শেষ সময়ে হয়তো তারা আগ্রহী হবেন। উল্লেখ্য, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর আগ্রহী পর্যবেক্ষককে ভোটগ্রহণের অন্তত ১০ দিন আগে আবেদন করার বিধান রয়েছে। সে অনুযায়ী পর্যবেক্ষকদের আবেদনের সময় আছে আর ১০ দিন। উৎসঃ পরিবর্তনডটকম Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন