সাতক্ষীরায় হিন্দু বাড়ি পুড়িয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক
সাতক্ষীরা সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০১৩, রবিবার, ৪:২৭
মতামত: ১
সাতক্ষীরায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি বাড়ি-ঘর পুড়িয়ে পালানোর সময় যুবলীগ নেতা আবদুল গফফরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। আটককৃত যুবলীগ নেতা আব্দুল গফফর একই এলাকার এলবার গাইনের ছেলে। আটক যুবলীগ নেতা আবদুল গফফর জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে তিনি হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশকে তিনি আরো তিনজনের নাম জানান। শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী সারারাত তাকে আটকে রাখার পর রোববার সকাল নয়টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে যুবলীগ নেতা আবদুল গফফর এর নেতৃত্বে একদল মুখোশধারী দুর্বৃত্ত উত্তর পারুলিয়ার সুনিত সরদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি বসত বাড়ি পুড়ে যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস গণমাধ্যমকে জানান,আগুন ধরিয়ে দেয়ার সন্দেহে আবদুল গফফারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দেবহাটা উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান মুকুল সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে জামায়াতের ওপর দায় চাপাতে আওয়ামী লীগ এ ঘটনা ঘটায়।
Share on facebook Share on twitter Share on email Share on print More Sharing Services 5
পাঠকের মতামত
nazrul
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৪
১
০
এলাকা বাসি বরই ভুল করেছেন বদমাসটােক পুলিশের কাছে দিয়ে এখন পুলিশ আর আওয়ামী লীগ এর মাঝে কোন বেবদান নাই. আওয়ামী লীগ বোমাবাজি চাদাবাজি ঘর বাড়ি পোরানো সবকিছুই করতে আছে বিরোধী দলের জন্য ফাদ পাতে হয়তো ব কোন দিন সে ফাদে নিজের ও পরতে পারে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন