সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩


দুই নেত্রী আমাদেরকে ক্রীতদাসে পরিণত করেছেন’ 24 Dec, 2013 প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেছেন, উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের রাজনীতিতে এসে দুই নেত্রী শুধু দেশে স্বৈরাচারই প্রতিষ্ঠা করেননি, তারা আমাদেরকে ক্রীতদাসে পরিণত করেছেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বাংলামোটরস্থ ওয়ালসো টাওয়ারে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, আমাদের রক্তের প্রতিটি কণায় বঙ্গবন্ধুর আদর্শ। আজীবন এই আদর্শ থেকে বিচ্যুত হতে পারিনি। এক মুহূর্তও যদি আমি সেই আদর্শ থেকে বিচ্যুত হতাম, তাহলে অনেক সুযোগের সিংহদ্বার আমাদের কাছে উন্মুক্ত হতো। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আজ তার আদর্শের কি অবশিষ্ট রেখেছেন? তিনি বলেন, চরম সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে আছে আমাদের দেশ। আগামী কাল কি হবে তা কেউ জানে না। আওয়ামী লীগের মন্ত্রীরা জানে না, সংসদ সদস্যরা জানেন না, প্রেসিডিয়ামের সদস্যরা জানেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানেন না। আমাদের অতীত এতই প্রজ্বলিত কিন্তু এখন আমাদের দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। অথচ অযথা কালক্ষেপণ করে নানা জটিলতা বাঁধানো হয়েছে। নানা রকম রাজনৈতিক প্রশ্নের জন্ম দেয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করেছে। বাংলাদেশের দুই দলের উচিত ছিল সংসদ ডেকে সংসদে গিয়ে সর্বসম্মতিক্রমে ঘৃণা প্রকাশ করা। আমরা এটা আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। তিনি পাকিস্তানের সংসদে পাস করা প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে আবদুর রাজ্জাকের ভূমিকার কথা উল্লেখ করেন সাবেক এই নেতা। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এম এ রশিদ, সদস্য এজাজ আহমেদ মুক্তা, নূরুল ফজল বুলবুল, আবুল কাসেম, মোস্তফা মহসিন মন্টু, খালেদ মোহম্মদ আলী ও প্রয়াত আবদুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিন রাজ্জাক বক্তব্য রাখেন। উৎসঃ মানবজমিন Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন