চট্টগ্রামে দাড়িওয়ালা যুবকের লাশ, দিনভর পুকুরে ভাসলেও উদ্ধার করেনি পুলিশ
15 Dec, 2013
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ শনিবার দিনভর পুকুরে ভাসলেও পুলিশ উদ্ধার করেনি। শেষ পর্যন্ত গ্রামবাসী বাধ্য হয়ে রাতে লাশ পুকুর থেকে তুলে দাফনের ব্যবস্থা করেছেন। ফলে চাপা পড়ে গেছে নিহত যুবকের মৃত্যুর কারণ ও তার পরিচয়।
এলাকাবাসীরা জানান, উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ (সরকার হাটের দক্ষিণ পার্শ্বে) নোয়াপাড়া (ইঞ্জিনিয়ার) ফরিদুল আলমের বাড়ীর পিছনের পুকুরে শনিবার দুপুর ২টার দিকে গোসল করার সময় ঐ বাড়ির নেজাম নামের এক কিশোর এক ব্যাক্তির লাশ পুকুরে ভাসতে দেখে ভয়ে চিৎকার দিয়ে পুকুর থেকে উঠে যায়। এসময় বাড়ীর লোকজন এসে দেখতে পায় মুখে দাড়ি, গায়ে সাদা ফুলসার্ট পরনে ঘি-এ রঙের প্যান্ট পরা আনুমানিক ৩২/৩৩ বছরের যুবকের লাশ পানিতে পড়ে ভাসছে।
খবর দ্রুত ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কেউ যুবকটিকে চিনতে পারেনি। এলাকার ইউপি সদস্য মোঃ নেজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখার পর আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে জানায়। কিন্তু থানা থেকে কোন পুলিশ না যাওয়ায় আরো কয়েকবার স্থানীয়রা ফোন করে। সাংবাদিকরা ওসি হুমায়ুন কবিরকে ফোন করলে তিনি জানান, শুনেছি এটি একটি পাগলের। লাশটি উদ্ধার করার আগে কিভাবে জানলেন পাগলের লাশ ? সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তর না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন বলে অভিযোগ করেন স্থানীয় সংবাদ কর্মীরা। পুলিশ না যাওয়ায় শেষ পর্যন্ত এলাকাবাসী পুকুর থেকে লাশটি উদ্ধার করে রাতে দাফনের ব্যবস্থা করে বলে জানান, ইউপি সদস্য নেজাম উদ্দিন।
এলাকাবাসী জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করলে হয়তো মৃত্যু কারণ এবং তার নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হতো। পুলিশের গাফেলতি ও দায়িত্বের অবহেলার কারণে এ যুবকের পরিচয় এবং মৃত্যু রহস্য ধামাচাপা পড়ে গেলো।
উৎসঃ শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন