৪৮ প্রার্থীর গড় আয় বেড়েছে ৫৮২ শতাংশ: সুজন
27 Dec, 2013
দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ৪৮ জন প্রার্থীর আয় গড়ে ৫৮২ শতাংশ বেড়েছে। এর মধ্যে স্পিকারের আয় বেড়েছে সর্বোচ্চ চার হাজার ৪৩৫ শতাংশ। সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপদের আয় বেড়েছে গড়ে তিন হাজার ৭১ শতাংশ। মন্ত্রীদের আয় ২৪৩ ও প্রতিমন্ত্রীদের ৪৬৪ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রীর আয় বেড়েছে ১৩৬ শতাংশ।
প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের আয় ও সম্পদের এই হিসাব দিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। আজ শুক্রবার সুজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই হিসাব তুলে ধরে। সংবাদ সম্মেলনে বলা হয়, রিটার্নিং অফিসারদের কার্যালয়, নির্বাচন কমিশনের কার্যালয় ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ২০০৮ ও ২০০৩ সালে প্রার্থীদের দেওয়া তথ্য নিয়ে তারা এই হিসাব বের করেছে।
উৎসঃ প্রথম আলো
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন