মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩


মন্ত্রী-এমপিদের সম্পদ বাড়ার যুক্তি আছে: অর্থমন্ত্রী (ভিডিও) 24 Dec, 2013 দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদ বাড়ার যে বিবরণ প্রার্থীরা দিয়েছেন তাকে ‘যৌক্তিক’ বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, মন্ত্রী-এমপিদের সম্পদ বাড়ার যুক্তিও রয়েছে, কারণ দেশে ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনলাইনে নিজের ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে যাদের সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে এমন মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে দেখতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বিষয়টি যাচাই-বাছাই করতে পারে। এছাড়া জনগণও এর জবাব দিতে পারে।” অর্থমন্ত্রীর সম্পদের তথ্যও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সেই তথ্যকে ‘ব্যাড স্টোরি’ হিসেবে আখ্যা দেন মুহিত। এ সময় তিনি নিজের সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। অর্থমন্ত্রী অনলাইনের মাধ্যমে তার আয়কর জমা দেন। তার আয়কর হলো ৮৪ হাজার ৪৩৬ টাকা। উৎসঃ নতুন বার্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন