মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩


সংবাদ >> জাতীয় চলমান সহিংসতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : সিইসি 17 Dec, 2013 দেশে চলমান সহিংসতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তফসিল ঘোষণারও আগেও এরকম সহিংসতা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সুতরাং এরকম পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে।’’ চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে- বিএনপির এমন অভিযোগের জবাবে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘নির্বাচনের সাথে এগুলোর সম্পর্ক নেই। এ ঘটনা আগেও ঘটেছে। এটা আইন শৃঙ্খলার ব্যাপার। তারা ব্যবস্থা নিচ্ছে।’’ তবে নির্বাচনকালীন সরকারকে সব সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে নিতে হয়ে বলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চলমান যৌথ বাহিনীর অভিযানের আগে সরকার আপনাদের অনুমোদন নিয়েছে কি না বা পরামর্শ নিয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি সিইসি। এদিকে মঙ্গলবার বিকেলে নির্বাচন পর্যবেক্ষকদের জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছে, সহিংসতা অব্যাহত থাকলে কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা পর্যবেক্ষক নাও দিতে পারে। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘‘নির্বাচনে আমাদের ছয় লাখের মতো কর্মী কাজ করবে। সকলের নিরাপত্তা দেবে প্রশাসন।’’ দেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই- এমন অভিযোগের ব্যাপারে সিইসি বলেন, ‘‘নির্বাচনের এখনও অনেক সময় বাকি আছে। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। নির্বাচনের কাজ এগিয়ে চলেছে। নির্বাচনের আশেপাশের দিনে পরিস্থিতি কেমন হয় দেখা যাক।’’ প্রার্থিতা প্রত্যাহারের পরেও কী করে একাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘আইনে যা বলা আছে সেভাবেই আছে। তবে কেউ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারেন।’’ উৎসঃ নতুন বার্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন