বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩


বুধবার, 25 ডিসেম্বর 2013 23:17 মিশরে ইখওয়ানকে ‘সন্ত্রাসী’ ঘোষণা: প্রতিহত করবে দলটি * ফন্টের আকার ফন্ট সাইজ ছোট ফন্ট সাইজ ছোট ফন্টের আকার বাড়ান ফন্টের আকার বাড়ান * প্রিন্ট * Add new comment ইব্রাহিম মুনির ইব্রাহিম মুনির ২৫ ডিসেম্বর (রেডিও তেহরান): মিশরের বৃহত্তম রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনকে দেশটির সেনা সমর্থিত সরকার ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে। এ ঘোষণা উপেক্ষা করে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। ইখওয়ানের নির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম মুনির বুধবার রাতে কায়রোয় বলেছেন, ইখওয়ানের হাত-পা বেঁধে ফেলার লক্ষ্যে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। সরকারের এ ঘোষণাকে সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে তিনি বলেন, “নিঃসন্দেহে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে।” মিশরের মানসুরা শহরের পুলিশ সদর-দপ্তরে মঙ্গলবার এক সন্ত্রাসী বোমা হামলায় পুলিশসহ ১৫ জন নিহত হয়। সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও সরকার ইখওয়ানকে সন্ত্রাসী তালিকার অন্তর্ভূক্ত করে। অন্তর্বর্তী সরকার বুধবার ওই বোমা হামলার জন্য ইখওয়ানুল মুসলিমিনকে দায়ী করে এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে সেনা সমর্থিত সরকার বলেছে, একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে মিশরে ইখওয়ানের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ইসলামপন্থী দলটিকে এমন সময় 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে নিষিদ্ধ করা হল যখন ছয় মাস আগেও জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই দলেরই নেতা মুহাম্মদ মুরসি। কিন্তু গত ৩ জুলাই পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরাইলের সমর্থন নিয়ে মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী। এরপর ইখওয়ানের বিরুদ্ধে শুরু হয় চরম দমন অভিযান ও নির্যাতন। দমন অভিযানের সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর রং লাগিয়ে নিষিদ্ধ করা হল।# রেডিও তেহরান/এমআই/২৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন