হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া সেই যুবলীগ নেতার এক বছর কারাদণ্ড
16 Dec, 2013
জেলার দেবহাটায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় আটক যুবলীগ নেতা আবদুল গাফফারকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রম্যমান আদালত।
রোববার জেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালত গাফফারকে এক বছরের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
আটককৃত যুবলীগ নেতা স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাফফার তার আরো তিন সহযোগীর নাম পুলিশকে জানান। তবে তাদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় মুখোশধারী ১৫-২০ জন দুর্বৃত্ত সুনীত সরকারের বাড়িতে আগুন দেয়।
এতে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে মুখোশ পড়া অবস্থায় গাফফার ধরা পড়ে। সে একই এলাকার এলবার গাইনের ছেলে।
দেবহাটা উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান মুকুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জামায়াতের ওপর দায় চাপাতে চায় আওয়ামী লীগ।
উৎসঃ শীর্ষ নিউজ
Share on facebook Share on email Share on print 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন