শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩


রাজধানীর ফ্ল্যাটে ৬ জনকে জবাই স্টাফ রিপোর্টার 54 পরের সংবাদ» রাজধানীর ওয়ারী এলাকায় আর কে মিশন রোডের একটি ফ্ল্যাটে ছয়জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহকর্তা লুত্ফর রহমান ফারুক (৬০), তার ছেলে মনির হোসেন, বাড়ির কেয়ারটেকার মঞ্জু, পীরের মুরিদ শাহিন, রাসেল ও মুজিবুর রহমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাব, ডিবি ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যায়। তবে কী কারণে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ জানিয়েছে, গোপীবাগের ৬৪/৬ আর কে মিশন রোডের চারতলা ভবনের দোতলায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই খুনের ঘটনা ঘটে। বাসার ভেতরে চিত্কার শুনে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের লাশ উদ্ধার করে। বাসার একটি কক্ষে ছিল চারটি লাশ ও আরেকটি কক্ষে ছিল দুটি লাশ। প্রত্যেকের মুখে স্কচটেপ ও তাঁদের হাত-পা বাঁধা ছিল। এ ছাড়া বাসার আরেকটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় চারজনকে জীবিত উদ্ধার করে পুলিশ। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, নিহত লুত্ফর রহমান তিন মাস আগে ওই বাসা ভাড়া নেন। তখন থেকে তিনি ওই বাসায় থাকেন। তিনি আধ্যাত্মিক সাধনা করতেন। এ জন্য তাঁর ভক্ত বা মুরিদরা ওই বাসায় যেতেন। ওই বাসা থেকে যাঁদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁরা পুলিশকে বলেছেন, সন্ধ্যা ছয়টার দিকে ৮ থেকে ১০ ব্যক্তি ওই বাসায় ঢুকে তাঁদের হাত-পা বেঁধে ফেলে। তারপর ওই ছয়জনকে হত্যা করা হয়। মেহেদী জানান, লুত্ফর রহমানের স্ত্রীসহ অন্য সদস্যদের বাসার আরেকটি কক্ষে আটকে রেখে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। পীরের অনুসারী সেজে ভেতরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই বাসা থেকে চিত্কারের শব্দ আসলে মানুষজন এগিয়ে যায়। পাশের ভবনের বাসিন্দা মসিহ হোসেন বলেন,‘চিত্কার শুনে দৌড়ে গিয়ে দেখি দরজার সামনে দুটি লাশ পড়ে আছে। একটি বয়স্ক লোকের এবং অপরজনের বয়স অনেকটা কম।’ খুনের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। ডাকাতির উদ্দেশে নাকি অন্য কোনো কারণে খুন হয়েছে তা-ও নিশ্চিত নয়। নিহত লুত্ফর রহমানের স্ত্রীর বরাত দিয়ে পুলিশের আরেক কর্মকর্তা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আট যুবক দৌড়ে ঐ ভবনে প্রবেশ করে। পুলিশের ধাওয়া খেয়ে সেখানে এসেছে বলে যুবকেরা গৃহকর্তাকে জানান। নিজেদের রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে যুবকেরা ফারুকের কাছে আশ্রয় চান। কিছুক্ষণ পর বাসার ড্রয়িং রুমে তাঁরা একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন। পরে সবাই মিলে ঘরে থাকা মুড়ি খান। এরপরই আকস্মিকভাবে আট যুবক ধারালো অস্ত্র বের করে সবাইকে জিম্মি করে ফেলেন। আড়াই বছরের শিশুসহ পাঁচ নারীকে একটি কক্ষে আটকে রাখেন তাঁরা। বাসায় উপস্থিতদের মধ্যে ফারুক ও তাঁর ছেলে মনিরকে আলাদা ঘরে নিয়ে যায় ওই যুবকেরা। অন্য চার পুরুষকেও আলাদা কক্ষে আটকে ফেলে তাঁরা। এরপর বাড়িটিতে লুটপাট চালিয়ে ও অন্যদের জবাই করে চলে যান তাঁরা। পুলিশ ওই ফ্ল্যাটে উপস্থিত নারীসহ প্রতিবেশীদের বক্তব্য যাচাই করে দেখছে বলে জানিয়েছে। এদিকে ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নীচতলার মেসের পাঁচজন এবং বাড়ির তিনতলা থেকে একজনসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ । স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ক্রাইম সিনের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রাখে এবং খুনের বিভিন্ন খুনের আলামত উদ্ধার করে। ছয়জনের খুনের ঘটনা শুনে আশপাশের উত্সুখ জনতা ওই বাড়ির সামনে এসে ভিড় করে। উত্সুখ জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়। পরে সেখানে র্যাবের দুটি টহল দল উপস্থিত হয়। এ ব্যাপারে ওই বাড়ির পাশের বাড়ির বাসিন্দা মফিজ উদ্দিন জানান, পাশের বাড়ির ফ্ল্যাট থেকে চিত্কার শুনে বাইরে বের হয়ে আসি। পরে গিয়ে দেখি ওই ফ্লাটের দরজার সামনে দু’জন এবং চারজনের লাশ বাড়ির ভিতরে পড়ে আছে। কিছুদিন আগে তারা বাসাটিতে উঠেছিলেন। লুত্ফর নিজেকে পীর বলে দাবি করতেন। এ ব্যাপারে ওয়ারী জোনের পুলিশের ডিসি ইলিয়াস শরীফ জানান, ওই বাড়িতে বিভিন্ন ওয়াজ নসিয়ত হতো। নিহত ছয়জনের মধ্যে লুত্ফর রহমান নিজেকে পীর বলে পরিচয় দিতেন। ওই বাড়িতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যক্তিরা ওয়াজ ও নসিয়ত শুনতে আসতো। পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রকৃত খুনিদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে। তবে ঘরের বিভিন্ন মালামাল তছনছ অবস্থায় দেখা গেছে। ডাকাতির ঘটনায় নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। যুবক খুন এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ এলাকায় বিডিআর ১ নম্বর গেটের কাছে সালেহা স্কুলের পেছনের গলি থেকে জমির আলী (২৭) নামে এক সুইপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জমির আলীর বড় ভাই সমর আলী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি জমির আলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। সমর আলী জানান, কী কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জমির আলী সুইপারের কাজ করতো। তার বাবা মৃত মধু মিয়া। বাসা হাজারীবাগের গণকটুলি সুইপার কলোনীতে। পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত চলছে। ying to pass: it is done by professional, Jangi and pre planned. They wants to color as islamic extreemist.But till now no person tried to kill this man and their is no record. Ultimately it is going to conclude toward jamat as Jangi and BNP is behind that. So looks like this is a SET game of BAL , to blame Jamat and BNP and to divert peoples attention from ELECTION. Reply · · 12 minutes ago Muhammad Yousuf Ali · Al.jame atul falahia jamil madrasha.Feni জারজ এম পি জম্ম নিলো স্বাধীন এই দেশে, বিয়ে ছাড়া জম্ম নেওয়া সন্তান লোকে ঘৃণা করে, ,তাইতো আবার জম্মের পরে কাবিন নামা করে, বলো তাদের ইজ্জত কি আর এই দেশে থাকে। কাবিন ছাড়া বিয়া করে স্বপ্ন সে যে বুনে, আরেক বিয়ে করবে সেজে নির্বাচনের পরে, থাকবে সেতো মহা সুখে বাকশাল কায়েম করে, জারজ এম পি নিয়ে তারা সরকার চালাবে, সার্টিফিকেট দিবে তাদের ভারত নানা এসে, এসব দেখে পরান আমার চিতকার মেরে বলে, জারজদের এই দেশে আমি থাকবো কেমন করে,বল তাদের ইজ্জত কি আর থাকে। জারজ এম পি জারজ মন্ত্রী জারজ প্রধানমন্ত্রী, আরো জারজ হবে আমার মহান রাষ্ট্রপতি, শুন বলি শত কোটি লাখ জনতা,জারজ সরকার গঠন হলে কেউ রেহাই পাবো না,স্বাধীন বাংলা স্বাধীন আমি আর থাকবে না,রক্ষা পাবী না আমি বাকশালি হায়না থেকে, বল তাদের ইজ্জত কি আর বলতে কিছু আছে। রকিব মিয়ার পেটে সন্তান নিয়া গেলো বুবুর ঘরে,১৫৪ জন জারজ সন্তান তুইলা দিলো বুবুর কোলে,বুবু আমার মহা খুশি এত সন্তান পেয়ে,তাইতো বুবু দেশের মানুষ গুলি করে মারে,এসব করে তারা কি ক্ষমতায় থাকতে পারবে, বল তাদের ইজ্জত বলতে কিছু আছে,,,,,,,, Reply · 3 · · about an hour ago Sadat Umar · Works at Student https://www.facebook.com/photo.php?v=638372752886931 Reply · · about an hour ago Hassan Mohammad · Top Commenter · Phera medical at Jeddah, Saudi Arabia একজন বিবেক সম্পন্ন মানুষ বর্তমান পরিস্থিতি দেখে কি বলতে পারে বাংলাদেশ নামক ভূখন্ডটি কোন মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে।অবস্থা দৃষ্টে মনেহয় আমরা আফ্রিকার হিংস্র প্রানীবেষ্টিত কোন এক জংলে বাস করছি।জংলীজানোয়ার যেমন যখন যাকে ইচ্ছা তাকে থাবা মেরে ঘাড় মছকে দেয়।আমরা টিক সেই রকম এক জংগলে বাস করছি, আমরা কেউ জানিনা কার ঘাড় কখন হিংস্র হায়েনা মুছড়ে দেয়।যে দেশে ন্যায় বিচার উটে যায় সেই দেশের এই অবস্থা হতে বাধ্য।আল্লার কাছে দুয়া করে লাভ নাই কারন আল্লাহ এই অবস্থার পরিবর্তন করবেন না। Reply · 1 · · 2 hours ago সত্য সবার উপর · Top Commenter · Works at বিভিন্ন ইসলামিক পেজ তাঁর সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তাতে তাকে আল্লাহ্‌ জাহান্নাম দিক এটাই চাই। ঐ ব্যাক্তি ছিল ইসলামের শত্রু এবং ভণ্ড শয়তান। https://www.facebook.com/photo.php?v=638372752886931&set=vb.492060694184805&type=2&theater Reply · 2 · · 3 hours ago Hasan Mahedi · Top Commenter · Dhaka, Bangladesh eijonnoi to allar khati bandara take hotta korse. Reply · · about an hour ago Bhuaiyan Bhuaiyan · Top Commenter · Works at Reliance Industries Inna lil la hi o inna illa hi ra ji onn. Reply · 1 · · 4 hours ago qayumj78 (signed in using yahoo) openid.shala tumi jahannami kit . Reply · 1 · · 5 hours ago Naieem Miah Ain serkola koob balo sahkhasina k gota bari Dan. Reply · · 5 hours ago openid (signed in using AOL) আল কোরআন ১৭:৭৮ সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজও কায়েম কর। সারারাত যদি একটা মানুষ নামাজ পড়ে, তবে সে ঘুমাবে কখন, নাকি তার ঘুমানোর প্রয়োজন নেই? তার খাবারদাবার কি আসমান থেকে আসবে? এমন মজার চুটকি আল কুরান ছাড়া আর কৈ পাইবেন? আল কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান। Reply · 2 · · 6 hours ago Mahmuda Fardausy · Top Commenter · Jahangirnagar University subhanallahi wabihamdihi, alhamdulillahillai aafani. tumer spordha khub beshi, beshidin lagbe na chokh bujlei ter pabe ki shotti silo. tumar jonno allah e jothesto Reply · 3 · · 5 hours ago Ahmed Zia Chowdhury curse on u Reply · · 3 hours ago Belayet Hossain · Works at Arabic Model Madrasah Tume nastik hoa gaso . Reply · · 3 hours ago View 6 more লাইলাহা ইল্লাল্লাহ · Top Commenter https://www.facebook.com/photo.php?fbid=440457426080008&set=a.378285572297194.1073741826.100003472635605&type=1&theater fyuj uyy jhji Reply · · 7 hours ago Maruf Hossain Rosafe · Works at Student Deshta pura tasnas hoye gese!!!! Reply · · 8 hours ago Facebook social plugin প্রথম পাতা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে দেশ অচল : নাটোরে ৭৭ গাড়ি ভাংচুর, গাইবান্ধায় ৯ গাড়িতে আগুন, টাঙ্গাইলের ঘাটাইলে ২০ ভাংচুর যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় আশরাফ : বিন লাদেনকে হত্যা লাশ দাফন করতে না দেয়া, কোনো ধরনের সিভিলাইজড কিলিং? শেখ হাসিনার দয়া আনন্দবাজারের জঙ্গিতত্ত্ব ও নির্বাচন কমিশনের ম্যাজিক শক্তি দেশে ৩৩ শতাংশ শিশু পুষ্টিহীনতা নিয়ে জন্ম নেয় ফেসবুক ব্যবহারে নীতিমালা চাইলেন আওয়ামী সাংবাদিকরা খালি মাঠে খেলোয়াড় গোলকিপার নেই, গোল তো হবেই : হাসিনা- বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করলেই দ্রুত একাদশ নির্বাচন ৫ জানুয়ারি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা : শামসুজ্জামান দুদু- সত্যের পক্ষে থাকায় মাহমুদুর রহমান বিনাবিচারে কারারুদ্ধ সেনাবাহিনীকে বিতর্কিত ও জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা চলছে : বিএনপি শাপলা চত্বরে মহাসমাবেশ বাস্তবায়নের ঘোষণা হেফাজতের : নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো সমাধান করতে না পারলে হেফাজত মাঠে নামতে বাধ্য হবে যৌথবাহিনীর নারকীয় অভিযানেও অবরোধে অচল সাতক্ষীরা : আটক ১০, জামায়াত সম্পৃক্তায় ২ দারোগা ক্লোজড ইইউ কূটনীতিকরা বিএনপি-জামায়াতের পক্ষ নিয়েছে : জয়- ‘খালেদা জিয়া পাকিস্তানের দোসর’ আ.লীগ রাষ্ট্রীয় ডাকাতে পরিণত হয়েছে : জামায়াত ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দিপ্তসহ ককটেল বিস্ফোরণে আহত ৪ মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাকা ৬ আসনের আ.লীগ এমপি দিপুর ইন্তেকাল নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের সামনে গৃহপরিচারিকাদের বিক্ষোভ গোপীবাগে খুন হওয়া ৬ জনের একজন লুত্ফর রহমান সেই ‘ইমাম মাহদী’ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন