রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩


ফেনীর নির্মাণ সুপার মার্কেট পুড়িয়ে দিয়েছে সরকারদলীয় সন্ত্রাসীরা 15 Dec, 2013 ফেনী শহরের ট্রাংক রোডে আদালতপাড়া-সংলগ্ন নির্মাণ সুপার মার্কেট ও শান্তি কোম্পানী রোডস্থ জামায়াতে ইসলামীর জেলা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। জামায়াতে ইসলামী এ ঘটনার সরকার দলীয় সন্ত্রাসীদের দায়ী করেছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪-৫টি মাইক্রোবাস যোগে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে ট্রাংক রোডের নির্মাণ সুপার মার্কেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আলিফ গ্র“পের এ বিশাল প্রতিষ্ঠানটি জেলার সর্ববৃহৎ নির্মাণ ও গৃহ সামগ্রীর মার্কেট। এনসিসি ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন চৌধুরী জানান, দুর্বৃত্তদের আগুনে ভবননির্মাণ, টেলিভিশন, ফ্রিজ, মোটর সাইকেল ও গৃহ সরঞ্জামসহ প্রায় ১৪-১৫ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। বারবার দমকল বাহিনীকে খবর দেয়া হলেও তারা আসার আগেই সম্পূর্ণ মার্কেটটি ভস্মীভূত হয়। তবে দমকল বাহিনী এসে আশপাশের বাসাবাড়িগুলো আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করে। এরপর সন্ত্রাসীরা পাশ্ববর্তী শান্তি কোম্পানি রোডে অবস্থিত দারুল ইসলাম ভবনে অগ্নিসংযোগ করে। ভবনের নিচ তলায় থাকা একটি মাইক্রোবাস, ২টি মোটর সাইকেল, দ্বিতীয় তলায় জেলা জামায়াতে ইসলামী ও মহিলা জামায়াতের অফিস এবং তৃতীয় তলায় দারুল ইসলাম মিলনায়তনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শত শত কোরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অগ্নিকাণ্ডে রেহাই পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের এগিয়ে আসতে চাইলে সন্ত্রাসীরা গুলি ও বোমাবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। জেলা জামায়াতের সেক্রেটারী এ কে এম সামছুদ্দীন অভিযোগ করেন, মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে জামায়াত অফিসে অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় এক কোটি টাকার তি হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনী আসার পথেও সরকারদলীয় ক্যাডাররা বাধা দেয় বলে তিনি অভিযোগ করেন। ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, রাত দুটা থেকে ফেনী, পরশুরাম ও ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। উৎসঃ naya diganta Share on facebook Share on email Share on print 9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন