বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪


ঢাবি ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা দাবি
দ্য বেঙ্গলি টাইমস ডটকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে তা ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেয়ার অভিযোগে শরিফুর রহমান নামে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শরিফকে গ্রেপ্তার করা হয়। শরিফ ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। এ ব্যাপারে বুধবার শেরেবাংলানগর থানায় শরিফসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শরিফকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন ডিবির (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি। তিনি বলেন, আসামি যে অপরাধ করেছে তা প্রমাণিত। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ডিবি পুলিশ সর্বোচ্চ 'আন্তরিকতা' দিয়ে কাজ করে। এই ঘটনাটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধীর শাস্তি হোক, এটা পুলিশও চায়। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের পর ২০১৩ সালের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর তার অজান্তে শারীরিক সম্পর্কের কিছু ভিডিও এবং ছবি ধারণ করে রাখে শরিফ। পরে আসামির সঙ্গে তার 'মনোমালিন্য' হলে ভিডিও চিত্র ও ছবি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে। একপর্যায়ে ১০ লাখ টাকা দাবি করে। এছাড়া বিভিন্নভাবে হুমকি-ধমকিও প্রদর্শন করে। এজাহারে আরো উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে শরিফ 'নির্ঘুম বালিকা' নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছবি আপলোড করছে। সর্বশেষ ২৯ মার্চ মধ্যরাতে ওই আইডি থেকে শারীরিক সম্পর্কের একটি ভিডিও আপলোড করে। এর আগেও সে নির্ঘুম বালিকা থেকে বিভিন্ন ছবি আপলোড করে। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)(২) ধারায় শেরেবাংলানগর থানায় শরিফের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বেঙ্গলি টাইমস/০২ এপ্রিল ২০১৪/০৯:৩৫পিএম/টরন্টো/কানাডা - See more at: http://thebengalitimes.com/details.php?val=11758&pub_no=198&menu_id=1#sthash.X1o8doqD.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন