রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪


তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে April 5, 2014 by নিউজ ইভেন্ট ২৪.কম/পিএম in প্রতিবেশী with 0 Comments rape_india39933বিদেশ ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম স্থানীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে একটা কোর্স করছিলেন বছর ২৬ বছর বয়সী এক তরুণী। নিজের ভবিষ্যৎ গড়ার সেই জায়গাতেই গণধর্ষিতা হতে হল তাঁকে। এ ঘটনা ভারতের বেরিলির ইজ্জত নগরের। ওই তরুণী পেশায় ডাটা এন্ট্রি অপারেটর। সেইসঙ্গে তিনি আর একটা কোর্সও করছিলেন। অভিযোগ, ওই প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার কয়েকজন সঙ্গীকে নিয়ে তাঁকে গণধর্ষণ করে। প্রতিবাদ করতে গেলে তরুণীর মাথায় পিস্তল ধরা হয়। প্রাণভয় দেখানো হয়। পুরো ঘটনা মোবাইলে তুলে রেখে শাসানো হয় তরুণীকে। পুলিশের কাছে অভিযোগ জানালে গণধর্ষণের ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকিও দেওয়া হয়। তরুণীর পরিবারের দাবি, ভয় পেয়ে তাঁরা বেশ কদিন মুখবন্ধ করে রাখেন। পরে থানায় অভিযোগ জানান। তরুণীর ডাক্তারি পরীক্ষার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/০৫ এপ্রিল, ২০১৪/২০:৫৪/পিএম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন