শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪


নগ্ন হয়ে চলাফেরার বৈধতা দিলো জার্মানি! April 15, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/এআই in বিদেশ with 0 Comments jarmanyনিউজ ইভেন্ট ২৪ ডটকম আন্তর্জাতিক ডেস্ক আমি পোশাক পরব কি পরব না সেটা আমার ব্যাপার। সত্যি বলতে নগ্ন থাকতেই আমি বেশি স্বচ্ছন্দবোধ করি। কিন্তু নগ্ন হয়তো আর ঘরের বাইরে প্রকাশ্যে বের হওয়া যায় না। শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এতদিন এমনটাই আফসোস ছিল ইউরোপের বেশ কিছু সংগঠনের সঙ্গে জড়িতদের। এবার শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না সেই নিয়মটাই তুলে দিল জার্মান সরকার। জার্মানির মিউনিখ ছটি অঞ্চলে নগ্ন হয়ে ঘোরার ছাড়পত্র দেওয়া হল। জার্মানির অন্যতম বড় শহরে মিউনিখে এই ৬টি অঞ্চলের নাম দেওয়া হল “আরবান ন্যাকেড জোনস” (urban naked zones)। এই ছটি জোনে যে কেউ যে কোনও পোশাকে এমনকী নগ্ন হয়েও চলাফেরা করতে পারবে। একটি নির্দেশিকা জারি করে মিউনিখ শহরের ওই ৬টি অঞ্চলের নাম উল্লেখ করে লেখা হল, যে কেউ যে কোনও ভাবে এখানে ঘুরতে পারবে। নগ্ন হয়ে ঘুরলেও এখানে গ্রেফতার হওয়ার ভয় নেই। নগ্ন হলে নিরাপত্তারও অভাব হবে না বলে জানানো হয়েছে। নগ্ন অঞ্চল ঘোষিত হয়েছে তার মধ্যে একটি হল মিউনিখ শহর থেকে মিনিট দশেক দূরে একটি পার্ক। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৫ এপ্রিল, ২০১৪/১৭.১০/আরিফুল ইসলাম আরো খবর: ভারতীয় ক্রিকেট টিমের জন্য পুনমের উপহার নগ্ন ভিডিও! ‘নগ্ন দৃশ্যে অভিনয় করতে পারব না’ ফেসবুকে নগ্নছবি আপলোড, অত:পর তরুণী খুন টাইটানিকের নগ্নতায় এখনো অস্বস্তিতে কেট! ৫ জানুয়ারির নির্বাচন একদিন গ্রিনেস বুকে স্থান পাবে : কাজী জাফর - See more at: http://www.newsevent24.com/2014/04/15/%E0%A6%A8%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A6/#sthash.DYOhtQxa.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন