রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪


লিফটে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী April 13, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments lift+rapeপ্রতিবেশী ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম ভারতে নারীদের যৌন হেনস্তা করার যেন হিড়িক লেগেছে। বাস-ট্রেন থেকে শুরু করে ব্যাংকের বুথ এমনকি মাঠে ময়দানেও যৌন হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। ভারতের দক্ষিণ গুরগাঁওতে এবারে লিফটে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। লিফটে আটকা পরা অবস্থায় নিরাপত্তারক্ষী তাকে উদ্ধারের নামে হেনস্তা করে। লিফটের সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি ধরা পরেছে। ঘটনাটি ঘটে ৮ এপিল রাতে। ১৯ বছরের ঐ তরুণী জানিয়েছেন, তিনি তিন মাস ধরে আইভরি টাওয়ার্স আবাসনে তাঁর এক বান্ধবীর সঙ্গে ভাড়া রয়েছেন। সুশান্ত লেকের একটি রেস্তোঁরায় তিনি কাজ করেন। সেদিন কাজ সেরে ফেরার সময় অভিযোগকারী তরুণী ও তাঁর বান্ধবী তিন ও চার তলার মধ্যে লিফটে আটকে পড়েন। সঙ্গে সঙ্গে লিফটের মধ্যে থাকা আপতনীল বোতাম টিপে নিরাপত্তারক্ষীকে ডাকেন তাঁরা। মাস্টার চাবি দিয়ে লিফটের দরজা খুলে দুই তরুণীকে টেনে বার করে রিঙ্কু নামের ওই নিরাপত্তারক্ষী। তখনই একজনের সঙ্গে সে অশালীন আচরণ করে। তখন কিছু না বলে নিজেদের ঘরে চলে আসেন তাঁরা। পরদিন সকালে গুরগাঁওয়ের সেক্টর ৪০ পুলিশ স্টেশনে অভিযোগ জানান ওই তরুণী। আদতে উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা রিঙ্কু গত দেড় মাস ধরে একটি নিরাপত্তা সংস্থার হয়ে ওই আবাসনে কাজ করছিলেন। সেদিন রাতে সত্যিই যান্ত্রিক ত্রুটির জন্য লিফট আটকে পড়েছিল, না ইচ্ছাকৃত ভাবে বন্ধ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৩ এপ্রিল, ২০১৪/১৮.২৫/মেহেদী হাসান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন