বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪


প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭শ কিশোরী মা হচ্ছে! April 10, 2014 by নিউজ ডেস্ক/মেহা in রকমারি with 0 Comments pragরকমারি ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে প্রায় এক হাজার সাতশ’ কিশোরী মা হচ্ছে। সম্প্রতি ইউএস সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি টিম এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করেছে। কৈশোরে মা হওয়ার সবচেয়ে সমস্যা, প্রাপ্তবয়স্ক না হওয়ার ফলে সেই কিশোরীরা সবধরণের সামাজিক, অর্থনৈতিক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, জানিয়েছে সংস্থাটি। ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিক অনুযায়ী, ১৯৯১ সালে যেখানে ৫১.৯ শতাংশ কিশোরী মাতৃত্বের শিকার হয়ে ছিলেন, সেখানে ২০১২ সালে তা নেমে এসে দাঁড়ায় ১৭ শতাংশে। ১৭ বছর বয়সের আগে যারা মা হয়েছে তাদের মধ্যে হিসপ্যানিক, নন-হিসপ্যানিক ব্ল্যাক ও আমেরিকান ইন্ডিয়ান গোষ্ঠীর কিশোরীই বেশি। কৈশোরে মা হয়েছেন এমন কিশোরীর মধ্যে আবার ৭৩ শতাংশেরই স্বাভাবিক যৌন জীবন নেই। গবেষকরা দেখেছেন অধিকাংশ কিশোরীই এখনও অবধি তাদের বাবা-মায়ের সঙ্গে যৌন জীবন সম্পর্কে সরাসরি কোনও আলোচনা করেনি। তাদের যৌনতা সম্পর্কে জ্ঞানও খুব কম। এরফলে সেক্স করলেও, তারা ঠিকমতো সুরক্ষা নিতে শেখেনি। যার প্রভাবে যৌন সংসর্গের পরেই বেশিরভাগ কিশোরীর মা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে গেছে। কিশোর বয়সে মা হলে শুধুমাত্র একটি মেয়ের শরীরেই তার প্রভাব পরে না। এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও সুদূরপ্রসারী, বলছে সিডিসির সমীক্ষা। অর্থনৈতিক প্রভাব থাকে কারণ অনেক সময়ই সেই মেয়েরা তাদের হাই স্কুল বা কলেজ শেষ করতে পারে না, কিন্তু মা হওয়ার ফলে চলে আসে অতিরিক্ত দায়িত্ব। তাই অনেক সময়ই মাঝপথে পড়াশোনা ছেড়ে নিম্নমানের চাকরি নিতে তারা বাধ্য হয়ে। ওয়েবসাইট নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১০ এপ্রিল, ২০১৪/২৩.০০/মেহেদী হাসান আরো খবর: মার্কিন নারীদের হাতে ধর্ষিত হচ্ছে ৪৩% কিশোর! কিশোরী ছাত্রীদের জন্য স্কুলে কনডম ও পিল! প্রেমিকের বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার এক কিশোরী বয়স্ক বাবাদের সন্তানদের কুৎসিত হওয়ার সম্ভাবনা প্রবল ডায়েটে মাংস রাখুন, সুস্থ থাকুন Leave a reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Comment* Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. সর্বশেষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন