শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪


আলোকিত তারকাদের অন্ধকার জীবন কালের কণ্ঠ অনলাইন
প্রকাশ : ২২ এপ্রিল, ২০১৪ ১৪:০১:৩৫ ঝলমলে তারকাদের অনেকের জীবনেই রয়েছে অন্ধকার অংশ। এমন অনেক ঘটনা কখনো ব্যাপক প্রচার পেয়েছে। আবার এমনো আছে, যা অনেকেই জানেন না। বলিউডের জনপ্রিয় তারকাদের জীবনের কিছু অন্ধকার অংশ এখানে দেওয়া হলো। মনিকা বেদি : ২০০২ সালে আন্ডার ওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে লিসবনে গ্রেপ্তার হন বলিউড তারকা মনিকা বেদি। তিন বছর শাস্তি শেষে তাদের ভারতে ফিরিয়ে আনা হয়। আবার ২০১০ সালে আবার তিনি গ্রেপ্তার হন পাসপোর্ট জালিয়াতির অভিযোগে। সাজা ভোগ করেছেন, তবে মেয়াদ কমিয়ে দেওয়া হয় তাকে। সঞ্জয় দত্ত : বলিউডের ইতিহাসে এই জনপ্রিয় অভিনেতাই বোধহয় সবচেয়ে আলোচিত নানা অবরাধে অভিযুক্ত। কলেজে থাকতেই মাদকে আসক্ত থাকার অভিযোগ ছিলো। এ ছাড়া অবৈধ অস্ত্র রাখার কারণেও জেল খাটতে হয়েছে তাকে। আর এসব ঘটনা চলচ্চিত্রে তার উপস্থিতিকে আরো জনপ্রিয় করে তোলে। সালমান খান : ২০০২ এর ২৮ সেপ্টেম্বর রাতে এই মহাতারকার গাড়ি রাস্তার পাশে তুলে দেওয়ায় একজনের মৃত্যুর পর থেকে তার ওপর চোখ রাখতে হয় আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ বিচারের রায় এখনো দেওয়া হয়নি। নভজত সিং সিধু : এই ভারতীয় ক্রিকেট তারকা ১৯৮৮ সালে পাতিয়ালার এক বাসিন্দাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। সিধুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তাকে মুক্তি দেওয়া হয়। ফারদিন খান : ২০০১ সালে ফারদিনকে গ্রেপ্তার করা হয় অবৈধ মাদক কেনা ও গ্রহণের অভিযোগে। তারও আগে ৯ গ্রাম কোকেন রাখার অভিযোগ প্রমাণিত হয়। মারিয়া সুসাইরাজ : মারিয়া তার প্রেমিক ২০০৮ সালে গ্রেপ্তার হন টিভি এক্সিকিউটিভ নিরাজ গ্রোভারকে হত্যার অভিযোগে। আলোকিত তারকাদের অন্ধকার জীবন
হত্যার প্রমাণ ধ্বংস করার অপরাধে মারিয়াকে ৩ বছরের জেল দেওয়া হয়। সারিকা রামসাই : এই অভিনেত্রী মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় জীবনে প্রবেশ করেন। আলোকিত তারকাদের অন্ধকার জীবন বাবা পরিবারকে ত্যাগ করার পর তাকেই উপার্জনের মাধ্যম বানিয়ে ফেলেন তার মা। তাকে স্কুলে না ভর্তি করিয়ে জোর করে শুটিংয়ে পাঠানো হতো। ক্যারিয়ারের ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত তাকে নানা অপকর্মে বাধ্য করেন তার মা। সূত্র : ইন্ডিয়া টাইমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন