শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪


নিউজিল্যান্ডে প্রথম গণিকালয় হচ্ছে! নতুন বার্তা ডেস্ক ওয়েলিংটন: নিউজিল্যান্ডের এক সাবেক রাজনৈতিক নেতা পুরুষ যৌনকর্মীদের জন্য একটি গণিকালয় খোলার পরিকল্পনা নিয়েছেন। পাম করকেরি নামের নিউজিল্যান্ডের প্রাক্তন এই সংসদ জানিয়েছেন, আমি এমন এক ধরণের গণিকালয় খুলতে চাই যেখানে পুরুষ যৌনকর্মী মহিলা গ্রাহকদের সুন্দর সেবা দিতে পারবেন। নিউজিল্যান্ডে হেরাল্ড নামের একটি সংবাদপত্র জানিয়েছে, বিশ্বে এখানেই প্রথম পুরুষ যৌনকর্মীদের একত্রিত করে গণিকালয় খোলা হবে। পাম ইতিমধ্যে পুরুষ যৌনকর্মীদের গণিকালয় খোলার সরকারী অনুমতি চেয়ে আবেদন করেছে। পুরুষ যৌনকর্মীর গণিকালয় খোলার ব্যাপারে পামের যুক্তি হলো, পুরুষ যদি ইচ্ছে অনুসারে মহিলা যৌনকর্মীদের কাছে যেতে পারে তাহলে একজন মহিলাও পুরুষ যৌনকর্মীর কাছে যেতে পারে।–ওয়েবসাইট। নতুন বার্তা/এমবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন