শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪


জুমার খুতবায় আওয়ামী লীগের সমালোচনা করায় ইমাম গ্রেপ্তার 19 Apr, 2014 নাটোরে জুমার নামাজের আগে খুতবার সময় বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করায় প্রভাষক মাওলানা রেজাউল করিম নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাওলানা রেজাউল করিম নাটোর শহরের পশ্চিম বাইপাস মহিলা কলেজের প্রভাষক এবং একই এলাকার দস্তানাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১১ই এপ্রিল শুক্রবার মাওলানা রেজাউল করিম স্থানীয় মসজিদে জুমার নামাজের আগে খুতবার সময় তার বক্তব্যে সারা দেশে আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডের বিরোধিতা করে সমালোচনা করেন। একদিন পরই একই গ্রামের আবদুল লতিফ এ ব্যাপারে নাটোর থানায় মামলা করে। মামলায় ডা. নুরুল ইসলাম নামে ইউনিয়ন জামায়াতের এক নেতাকেও ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। বৃস্পতিবার রাতে প্রভাষক মাওলানা রেজাউল করিমের ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী ও অপর ভাই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুরকে নিয়ে বিষয়টি সমঝোতার জন্য নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসায় আসেন। রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে থেকে শিমুলের চেম্বার জেলা যুবলীগ কার্যালয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশ তাকে আটক করে। নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন, উস্কানি ও উত্তেজনামূলক বক্তব্য দেয়ায় মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। উৎসঃ তাজাখবর.কম Share on facebook Share on email Share on print 9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন