রবিবার, ২০ এপ্রিল, ২০১৪


গাঁজা উৎসবে মাতল তারা বিনোদনমূলক গাঁজা সেবনের বৈধতার পর শনিবার প্রথম ডেনভারের সিভিক পার্কে বসে গাঁজা সংস্কৃতি সঙ্গীত উৎসব। সমকাল ডেস্ক দুই দিনব্যাপী উৎসব। যোগ দিয়েছেন ৮০ হাজার তরুণ-তরুণী। অবাক হলেও সত্য, এটি গাঁজা উৎসব। বসেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের সিভিক পার্কে।গাঁজা উৎসবে মাতল তারা ছবি: মেইল অনলাইন। সম্প্রতি মার্কিন এই রাজ্যটিতে বিনোদনমূলক গাঁজা সেবন ও বিকিকিনি বৈধতা পাওয়ার আনন্দে বসেছে গাঁজা উৎসব। তবে উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এপ্রিলের ২০ তারিখ এটি পালন করা হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে ৪/২০। গাঁজা উৎসবের শুরুতে ডেনভারের উপকণ্ঠে সিভিক সেন্টারে এক শোভাযাত্রায়ও অংশ নেন তরুণ-তরুণীরা। গত বছর একই সময়ে শোভাযাত্রা করে গাঁজা সেবনের বৈধতার দাবি জানিয়েছিলেন তারা। পরে এ বছরের শুরুতে কর্তৃপক্ষ আইন করে বিনোদনমূলক গাঁজা সেবন ও বিকিকিনি বৈধতা দান করে। তবে সেবন করতে হবে নিজের ঘরে বসে এবং ২১ বছরের কম কেউ গাঁজা ক্রয় ও সেবন করতে পারবে না। এ আইনের পর জানুয়ারি থেকেই ডেনভারের খুচরা দোকানগুলোতেও প্রকাশ্যে গাঁজা বিকিকিনি শুরু হয়। বিনোদনমূলক গাঁজা সেবনের বৈধতার পর শনিবার প্রথম ডেনভারের সিভিক পার্কে বসে গাঁজা সংস্কৃতি সঙ্গীত উৎসব। তবে এবিসি ডেনভারের এক খবরে বলা হয়, উৎসবস্থল থেকে কম বয়সী কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডেইলি মেইল অনলাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন