রবিবার, ২০ এপ্রিল, ২০১৪


মাটিচাপা দেয়া নবজাতকের পরিচয় মিলেছে বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2014-04-20 20:57:27.0 BdST Updated: 2014-04-20 22:24:19.0 BdST বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাটিচাপা দেয়া জীবন্ত উদ্ধার হওয়া নবজাতিকার পরিচয় পাওয়া গেছে। Print Friendly and PDF 0 2 1574 Related Stories মাটিচাপা দেয়া জীবন্ত নবজাতক উদ্ধার 2014-04-18 18:08:42.0 আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একটি গমক্ষেত থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে সমাজসেবা অধিদপ্তরের আগৈলঝাড়া ছোটমনি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে সেখানেই আছে। ছোটমনি নিবাস কর্তৃপক্ষ শিশুটির নাম রেখেছে ‘ময়না’। ময়না এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম। আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে জন্ম নেয়া এ শিশুর মা একজন কুমারী। নবম শ্রেণির ছাত্রী। লোকলজ্জার ভয়ে তাকে ফেলে যায় ওই কুমারীর মা। ওসি জানান, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাংতা গ্রামের নিকট আত্মীয় শাহ আলম মোল্লার বাড়িতে মেয়েকে (কুমারী মাতা) নিয়ে বেড়াতে যান মাদারীপুরের দাশার এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম। সেখানে রাত যাপন করে পরদিন খুব ভোরে তড়িঘড়ি করে তারা চলে যান। দুপুরে গমক্ষেত থেকে নবজাতিকাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহ হলে শাহ আলম মোল্লার পরিবারের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বরিশালের গৌরনদীর নাঠৈ গ্রামে মনোয়ারার আরেক মেয়ের বাড়ি থেকে মনোয়ারা বেগমকে আটক করা হয়। মনোয়ারা বেগম পুলিশকে জানান, লোক লজ্জার ভয়ে তিনি নবজাতিকাকে হত্যার উদ্দেশ্যে মাটিচাপা দিয়েছেন, বলেন ওসি। মনোয়ারার বরাত দিয়ে ওসি আরো জানান, গত রমজানে নবজাতিকার মা ময়মনসিংহের নান্দাইলের উত্তরবন গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। ওখানে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে বোনের দেবর শামিম শেখ। ওসি বলেন, ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মাটি চাপা দেয়ার ঘটনায় রোববার আগৈলঝাড়া থানায় মামলা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল রহমান। ধর্ষণ মামলায় আসামি করা হয়েছে কুমারী মায়ের বোনের দেবর শামিম শেখকে এবং হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় মনোয়ারা বেগমকে। শামিম শেখকে গ্রেপ্তারের জন্য নান্দাইল থানার ওসিকে বলা হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি। বাংলাদেশের আরো খবর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন