শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪


হিন্দু মালির ইসলাম গ্রহণের খবর প্রকাশ করায় জাবির দুঃখ প্রকাশ
26 Apr, 2014 এক হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ পাঠানোর পর ক্ষমা চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জনসংযোগ বিভাগ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি কিভাবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক মালীর ইসলাম গ্রহণের খবর প্রকাশ করা হয়। এনিয়ে ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক সমালোচনা হলে শনিবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি তাদের অজ্ঞাতসারে ঘটেছে। নিবন্ধক আবু বকর সিদ্দিক বলেন, “এই বিষয়ে জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে কৈফিয়ৎ চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। “অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য জাবি প্রশাসন দুঃখ প্রকাশ করছে।” তবে শুধু দুঃখ প্রকাশে এই ঘটনার শেষ হওয়া উচিত নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন। তিনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের শাস্তিও চেয়েছেন। অধ্যাপক নাসিম আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিবন্ধককেই দায় নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে কঠিন পদসোপান মেনে চলা হয়, এখন বললে হবে না যে ঊর্ধ্বতন প্রশাসন জানত না।” এ বিষয়ে জাবির জনসংযোগ বিভাগের পরিচালক মীর আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কার্যালয় থেকে গেলেও এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। “আমাকে একেবারে না জানিয়ে অফিসের উপপরিচালক ও সহকারী পরিচালক বিশ্ববিদ্যালয়ের এক মালির ইসলাম ধর্ম গ্রহণের এই সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছে।” তবে তিনি বলেন, “প্রশাসনকে বিব্রত করতে এমনটি করা হয়েছে, এ ধরনের অভিযোগ সত্য না।” উপ-পরিচালক সালাম সাকলাইন ওই সংবাদ পাঠানোর দায় স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেইলটি আমরাই পাঠিয়েছিলাম, তবে সেটি ওই কর্মচারীর অনুরোধে, এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক উস্কানি এবং দুরভিসন্ধি নেই। “তবুও যেহেতু জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি এবং জাতির কাছে ক্ষমাপ্রার্থী।” এই বিষয়ে সহকারী পরিচালক আহমেদ সুমনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। উৎসঃ বিডিনিউজ২৪ Share on facebook Share on email Share on print 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন