লিভটুগেদার করেই বিয়ে ভাঙল সারিকার!
April 16, 2014 by নিউজ ডেস্ক/মেহা in সংস্কৃতি-বিনোদন with 0 Comments
sarikaসংস্কৃতি-বিনোদন ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
অনেকদিন পর্দার আড়ালে থাকার পর সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনি। এ মাসের ৪ এপ্রিল মাহিম করিম নামের এক তরুণের সঙ্গে সারিকার আক্দ হওয়ার কথা ছিল। বিয়ে করে নতুন জীবনে পাইলট হওয়ার স্বপ্নের কথাও সারিকা জানিয়েছিলেন গণমাধ্যমকে।
কিন্তু বর মাদকাসক্ত হওয়ার খবর পেয়ে বিয়ে ভেঙে দেয় পরিবার। শেষ পর্যন্ত কোন কিছুই হয়নি।
এদিকে সারিকার কাছের নির্মাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াবার নেশায় সারিকার সুন্দর ক্যারিয়ারটা নষ্ট হয়েছে। সারিকা অনেক দিন থেকেই ইয়াবার নেশায় আক্রান্ত। মাঝে পরিবার থেকে নিরাময়কেন্দ্রেও পাঠানো হয়েছিল। কিন্তু সারিকা এখনো আগের অবস্থাতেই আছেন।
সারিকা অভিনেতা নিরবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েও আলোচিত হয়েছেন মিডিয়াপাড়ায়। আবার এই প্রেমের সাগরে ভাসতে ভাসতে একদিন নিরবের সঙ্গে অভিমান করেই বাড়ি ছেড়ে পালিয়েছিলেন কক্সবাজারে। অন্য এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে থেকেছেন বেশ কিছু দিন। পরে আবার ফিরে এসেছেন প্রেমিকের টানে।
তবে সব সময় পরিবারের সমর্থন পেয়েছেন সারিকা। কক্সবাজারে যখন সারিকাকে দেখা গিয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সারিকা উত্তরায় খালার বাসায় আছেন।
পরিবার সূত্রে জানা যায়, মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিলো তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়।
মাহিম ছিলো সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দুজন এক সঙ্গে নেশা করতো। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার হয় তাদের।
এদিকে দীর্ঘ দিন সারিকাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। কারণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে মাহিম সারিকাকে বের করে আনতেন নেশা করার জন্য। তাই সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান তাকে। বর্তমানে সারিকা সেখানেই আছেন।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৬ এপ্রিল, ২০১৪/২১.৩০/মেহেদী হাসান
আরো খবর:
বিয়ের পিঁড়িতে সারিকা
মডেল শখের আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে প্রেম!
প্রেমিকের পুরুষাঙ্গ কাটার ১০ বছর পর জেলে প্রেমিকা
অসম প্রেম, বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
মিথি-আরিফের বাসা ছিল বন্ধুদের ডেটিং স্পট
- See more at: http://www.newsevent24.com/2014/04/16/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%9F%E0%A7%81%E0%A6%97%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99/#sthash.cS9ogPvd.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন