বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪


পয়লা বৈশাখের রাতে বেড়াতে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণ! April 16, 2014 by নিউজ ডেস্ক/মেহা in চলতি খবর with 0 Comments rape_india39933নিউজ ইভেন্ট ২৪ ডটকম কুড়িগ্রাম পয়লা বৈশাখের রাতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, সোমবার পয়লা বৈশাখের রাতে নাগেশ্বরী উপজেলার কসমত আলী মাস্টারের ছেলে জাহানুর রহমান ও তার সঙ্গীরা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১২টার দিকে এলাকাবাসীর ফোনে বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং প্রেমিক শাওন ও তার বন্ধু মুরাদকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়ের বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় আটজনকে আসামি করে মামলা করলে পুলিশ জাহানুরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) বদরুল আলম জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়েছে। গ্রেফতার করা তিনজনকে পাঠানো হয়েছে কোর্টে। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৬ এপ্রিল, ২০১৪/১৮.৩৭/মেহেদী হাসান আরো খবর: - See more at: http://www.newsevent24.com/2014/04/16/%E0%A6%AA%E0%A7%9F%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87/#sthash.uWxPTjUK.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন