বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪


কিশোরী ছাত্রীদের জন্য স্কুলে কনডম ও পিল! March 26, 2014 by নিউজ ডেস্ক/মেহা in রকমারি with 0 Comments school girlরকমারি ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম ইংল্যান্ডের স্কুলে কিশোরী ছাত্রীদের অবাঞ্ছিত গর্ভ সঞ্চার এড়াতে তাদের হাতে জন্ম নিরোধক কনডম ও খাবার পিল সরবরাহ করতে বলা হয়েছে। স্কুলের মেয়েদের বিনা মূল্যে কনডম এবং মর্নিং-আফটার পিল (যৌন সংসর্গের পর খাওয়ার বড়ি) দেয়া হবে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেল্থ এ্যান্ড কেয়ার এক্সিলেন্স থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এই উদ্দেশ্যে স্কুলের নার্সদের জরুরী জন্মনিরোধক সামগ্রী বিতরণের অনুমতি দেয়া হবে। যুক্তরাজ্যে ১৮ বছরের কম বয়সী মেয়েদের অন্তঃসত্ত্বা হওয়ার হার ১৯৬৯ সাল থেকে এখনো সবচেয়ে কম। ১৫ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার হার প্রতি হাজারে ২৭.৯ রয়ে গেছে। ২০১২ সালে ১৪ বছরের কম বয়সী ২৫৩ মেয়ে অন্তসত্ত্বা হয় এবং এদের মধ্যে তিনচতুর্থাংশই গর্ভপাত করে। আর অনূর্ধ ১৬ বছর বয়সী ৩,২৫১ জনের গর্ভপাত হয়েছে। গর্ভ সঞ্চারের এই হার শতকরা ৫৯.৮ভাগ। এ অবস্থায় স্কুল গুলোকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন কিশোরী ছাত্রীদের জন্য বিনা মূল্যে মর্নিং আফটার পিল ও কনডম সরবরার করার ব্যবস্থা করে। সূত্র: ডেইলি মেইল নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২৬ মার্চ, ২০১৪/২১.৩০/মেহেদী হাসান আরো খবর: ব্রিটেনে ১৩ বছরে বাবা, ১২ বছরে মা! প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭শ কিশোরী মা হচ্ছে! ওজন বাড়লে গর্ভনিরোধ অকার্যকর! বিশ্বের বৃহত্তম শিশু কুকুর যখন গাড়িচালক! 0 0 1604 Leave a reply - See more at: http://www.newsevent24.com/2014/03/26/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%8d/#sthash.EdWbERUT.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন