শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪


অনাবৃত বক্ষে লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ!
April 22, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/এআই in বিদেশ with 0 Comments chinaনিউজ ইভেন্ট ২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক সমাজব্যাবস্থা, চাকরিসহ সকল ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে চীনের গুয়াংঝৌ এলাকায় গুয়াংঝৌ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এক অদ্ভুত কায়দায় প্রতিবাদ জানিয়েছে। দেশটির অনলাইন পোর্টাল সাংহাইআইএসটি.কম এক খবরে জানায়, ছাত্রীরা অনাবৃত বক্ষে ব্যানার ফেস্টুন হাতে স্কুল ক্যামপাসে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানায়। প্রতিবাদের সময় তাদের দেহের উপরের অংশ বিভিন্ন ট্যাটু এবং বডি পেইন্ট দিয়ে ঢাকা ছিল। এই নীরব প্রতিবাদের সময় ছাত্রীদের মুখে সাদা মাস্ক, চোখে কালো চশমা এবং মাথায় ক্যাপ পরাও ছিল। ঘটনাটা তখনই ঘটল, যখন দেশটিতে অর্ধ-উলঙ্গ অবস্থায় প্রতিবাদ বেশ আলোচনার বিষয়। সাম্প্রতিক এ ঘটনাটি দেশটিতে এধরণের প্রতিবাদের বিষয়ে আরো আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২২ এপ্রিল, ২০১৪/১১.৫৪/আরিফুল ইসলাম আরো খবর: হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিল ভারত ঢাবিতে ফলাফল বৈষম্য: মার্কসিট পুড়িয়ে প্রতিবাদ পাকিস্তানে তালেবানের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৩০ নগ্ন হয়ে চলাফেরার বৈধতা দিলো জার্মানি! নিখোঁজ বিমানের চীনা যাত্রীদের স্বজনেরা কুয়ালালামপুরে গেছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন