স্বজনদের বেঁধে কিশোরীকে গণধর্ষণ
সমকাল
প্রকাশ : ০১ এপ্রিল, ২০১৪ ১৮:১৩:০৭আপডেট : ০১ এপ্রিল, ২০১৪ ১৮:৩৫:৪৫
নরসিংদী মডেল থানার ওসি জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলায় স্বজনদের সামনে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্বজনদের বেঁধে কিশোরীকে গণধর্ষণ
ছবিটি প্রতীকী।
স্বজনরা জানিয়েছেন, গত রোববার রাতে ভাই ও দুই আত্মীয়র সঙ্গে নরসিংদী শহর থেকে নৌকায় বুধিয়ামারা নৌকাঘাটে পৌঁছে ওই কিশোরী। সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে কালাইগোবিন্দপুর গ্রামের শাহজাহান হত্যা মামলার আসামি রুবেল, রিমন, ইদ্রিস আলী, নাগর ও আব্দুর রহমানসহ ৮-১০ জনের একদল দুর্বৃত্ত ওই কিশোরী, তার ভাই, বেয়াই ও অন্য এক আত্মীয়কে জোর করে নদীর পাড়ে নিয়ে যায়।
তারা জানান, এরপর তাদের হাত-পা বেঁধে তাদের সামনে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে দুর্বৃত্তরা। একপর্যায়ে তার চিৎকারে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু ও সদস্য পিয়ার আলী তাদের উদ্ধার করেন। এসময় ধর্ষণকারীরা পালিয়ে যায়।
স্বজনরা আরও জানান, এ ব্যাপারে গত সোমবার রাতে সদর থানায় গেলেও পুলিশ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মামলা করতে পারেননি। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি আসাদুজ্জামান সমকালকে বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন