বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪


প্রেমিকের বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার এক কিশোরী April 13, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments rape_victimপ্রতিবেশী ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম গান শুনতে এসে কোলকাতার মুর্শিদাবাদে প্রেমিকের বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে গান শুনতে আসে ওই কিশোরী। সেইসময় পাশের একটি মাঠে তাকে ধর্ষণ করে সাত-আটজন যুবক। সেই সময়েই বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশের। পুলিশ ঐ বখাটে যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে শনিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকেরা সকলেই কিশোরীর প্রেমিকের বন্ধু বলে জানা গেছে। কিশোরীর পরিবার থানায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কিশোরীর প্রেমিকসহ তিন অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৩ এপ্রিল, ২০১৪/১২.০১/মেহেদী হাসান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন