মডেল শখের আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে প্রেম!
March 23, 2014 by নিউজ ডেস্ক/মেহা in সংস্কৃতি-বিনোদন with 0 Comments
sokhসংস্কৃতি-বিনোদন ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
মডেল অভিনেতা নিলয়ের সঙ্গে প্রেম ভেঙ্গে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন এ সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল অভিনেত্রী শখ। যে বিজ্ঞাপনচিত্র থেকে আলোচিত হয়েছিলেন সেই বাংলালিংকের বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন শখ। অভিনয়ের দুর্বলতা ও সহশিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারনেই কর্তৃপক্ষ তাকে বাদ দিতে বাধ্য হয়েছে।
দেশের অন্যতম শীর্ষ একটি দৈনিক জানিয়েছে, মডেল-অভিনেত্রী শখের ক্যারিয়ারের অঙ্কটা গত প্রায় বছর খানেক ধরেই বেশ খারাপ যাচ্ছে। কোনো কিছুতেই যেন হিসেব মেলাতে পারছেন না তিনি। হাতে তেমন নাটকের কাজও নেই। যেই বাংলালিংকের বিজ্ঞাপনের জন্য শখের আজ এত পরিচিতি সেই বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন তিনি। আপাতত তিনি বাংলালিংকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নেই বলে জানা যায়।
উল্লেখ্য, এই বাংলালিংকের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই তিনি বারবার দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন সারিকার সঙ্গে। সারিকার সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ হলে সেখানে যোগ দেন মেহজাবিন। শেষমেশ এসে মেহজাবিনের সঙ্গেও তার ঝগড়াঝাটির খবর মিডিয়াতে বেশ বড় আকারেই প্রকাশ পায়। একইভাবে শখ নাকি মেহজাবিনের বিরুদ্ধে সারাক্ষণই বিজ্ঞাপন নির্মাতার কাছে নালিশের পর নালিশ দিতেই থাকেন। একে অন্যের সাথে তুই-তুকারি আচরণও করেন। একজন মেকআপ রুমে থাকলে অন্যজন মেকআপ রুমে ঢুকতেই চান না। শুধু মেকআপ রুমেই নয়, মেকআপ বক্সেও সমস্যা তাদের। মেহজাবিন যদি আগে মেকআপ করেন তাহলে সেই মেকআপ ম্যানের ব্যবহূত মেকআপ তিনি ব্যবহার করতে চান না। শখের এ রকম আচরণ বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রয়েছে। এর সবই মিডিয়াতে বেশ প্রকাশ্য বিষয়।
অভিনয় দুর্বলতার জন্য নির্মাতারাও তাদের নাটকে এখন আর শখকে নিতে ভরসা করছেন না। অন্যদিকে জানা যায়, নিলয়ের সঙ্গে শখের বছর খানেকের প্রেমের সম্পর্ক ভাঙলে শখ নিজেই অনেক ভেঙে পড়েন। শখের খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে জানা যায়, তাদের সম্পর্কের বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই শখ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ করে তোলা হয়। এই ঘটনায় বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয় তাকে। তারপরও শখ এখন মাঝেমধ্যেই নাটকে হাজির হওয়ার চেষ্টা করেন। তবে এর বাইরে সুখবর হলো, এরইমধ্যে আগামী ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করার কথা রয়েছে তার। সৌজন্যে-ইত্তেফাক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২৩ মার্চ, ২০১৪/১৮.৩৬/মেহেদী হাসান
আরো খবর:
এবার অভিনেত্রী শখের ফাঁদে পরিচালক রেদওয়ান রনি!
বিয়ের পিঁড়িতে সারিকা
মেয়েদের মাঝে যে ৮টি বিষয় পুরুষের পছন্দ
লিভটুগেদার করেই বিয়ে ভাঙল সারিকার!
প্রেমিকের সঙ্গে চলে গেছে স্ত্রী তাই…
- See more at: http://www.newsevent24.com/2014/03/23/%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7/#sthash.h3TPjLRy.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন