সোমবার, ৭ এপ্রিল, ২০১৪


অধিকাংশ ব্লগার ছাত্রশিবিরের আদর্শে বিশ্বাসী : সৈয়দ আশরাফ
স্বাধীনতা বিরোধীদের সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ নিয়ে যাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে আশরাফ এ আহ্বান জানান। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বাধীনতা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা সাইবার অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের ব্লগে ঢুকতে হলে রেজিস্ট্রেশন লাগে। অথচ ইদানীং লক্ষ্য করা যাচ্ছে দেশের বেশির ভাগ বহুল প্রচারিত ইংরেজি ও বাংলা জাতীয় দৈনিকের ওয়েবসাইটে গেলে দেখা যায় অধিকাংশ ব্লগার ইসলামী ছাত্রশিবিরের ও মৌলবাদী আদর্শে বিশ্বাসী। তিনি বলেন, যে কোনো বিষয়ে ভোট দিলে দেখবেন ৯০ শতাংশ ওদের বাকি ১০ শতাংশ ভোট আমাদের পক্ষে। তারা এই ভাবে ব্লগগুলো দখল করে আছে। শুধু দেশে না বিদেশ থেকেও তারা এটা করছে। এরা একটা বিশাল চক্র। সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ব্লগগুলোতে বেশির ভাগ তরুণ। এ সকল বিষয়ে তাদের যেন মস্তিস্ক বিকৃতি না ঘটতে পারে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আমাদের কার্যকরী ভুমিকা রাখা প্রয়োজন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। http://www.amardeshonline.com/pages/details/2014/04/06/240656#.U0LQwaxb0dM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন