বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪


ফের দিল্লিতে গণধর্ষণ, গ্রেফতার ২ March 30, 2014 by নিউজ ইভেন্ট ২৪.কম/পিএম in প্রতিবেশী with 0 Comments rape-indiaনিউজ ইভেন্ট ২৪ ডটকম ইন্ডিয়া ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ৷ গ্রেফতার ২৷ পলাতক এক৷ বছর পঁয়ত্রিশের এক মহিলার দাবি, অভিযুক্ত তিন যুবক তাঁকে দিল্লির লোধি রোডে ডাকেন৷ এরপর একটি ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ তদন্তে নেমে নারঙ্গ এবং হরিয়া নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ পলাতক রাজনারায়ণের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷ নিউজ ইভেন্ট ২৪ ডটকম/৩০ মার্চ, ২০১৪/২০:১৪/পিএম আরো খবর: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কেটে ফেলা হল তরুণীর স্তন! তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে দিল্লিতে ফের গণধর্ষণ: তিন জন গ্রেফতার প্রেমিকের বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার এক কিশোরী চলে গেলেন বিখ্যাত লেখক খুশবন্ত সিং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন