শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪


ইসলাম-বিদ্বেষী দোর্ন ও তার ছেলে মুসলমান হলেন
April 22, 2014 by নিউজ ডেস্ক/মেহা in ধর্ম ও দর্শন, রকমারি with 0 Comments von_dornরকমারি ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম রাসুল মুহাম্মাদ সা: সম্পর্কে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতা ও হল্যান্ডের সংসদের উগ্র ডানপন্থী সদস্য আর্নোড ভন দোর্নের ছেলেও এবার মুসলমান হলেন। দুবাইয়ে বিশ্ব শান্তি সম্মেলন ২০১৪ চলাকালে দোর্নের ছেলে কলেমা শাহাদাতাইন পাঠ করেন এবং নিজের নতুন নাম রেখেছেন আলী। সম্মেলনের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। আলী মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেছেন যে তার মাও যেন সুপথ বা হেদায়াত পান। তিনি শিগগিরই ওমরাহ হজ পালন করবেন বলেও আশা প্রকাশ করেছেন। তার বাবা আর্নোড ভন দোর্ন ইসলাম ও মুসলিম বিদ্বেষী ছায়াছবি নির্মাণ করেছিলেন। ওই ছায়াছবিতে বিশ্বনবী (সা.)-কেও অবমাননা করা হয়েছিল। বিশ্বব্যাপী মুসলমানরা এর প্রতিবাদ ও নিন্দা জানান। অবশ্য ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মিথ্যাচারের পর দোর্ন নিজেই মুসলমান হয়েছেন বলে ঘোষণা করেছেন। আইআরআইবি নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২২ এপ্রিল, ২০১৪/১৩.৪৫/মেহেদী হাসান আরো খবর: ঢাবিতে এক কর্মচারীর ইসলাম গ্রহণ এবার বাংলাদেশী সিনেমায় পাওলি দাম! নাইজেরিয়ায় সন্ত্রাস দমনের নামে চলছে মুসলিম নিধন রফিকুল ইসলাম খানের মামা খুন, জামায়াতের প্রতিবাদ খুলনা থেকে সিলেট পর্যন্ত ভূখণ্ড দাবি বিজেপির! - See more at: http://www.newsevent24.com/2014/04/22/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE/#sthash.vFwcu93Q.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন