শনিবার, ১২ এপ্রিল, ২০১৪


যুক্তরাষ্ট্রে বাড়ছে কুমারী মা! 12 Apr, 2014 যুক্তরাষ্ট্রে প্রতি বছরই বেড়ে চলেছে কুমারীদের গর্ভবতী হওয়ার মাত্রা। অর্থাৎ বিয়ের আগেই মেয়েরা সেখানে গর্ভবতী হচ্ছে এবং এদের বেশিরভাগাই কিশোরী। গবেষণায় দেখা গেছে, অবাধ মেলামেশা আর যৌন বিষয়ে শিক্ষার অভাবের কারণেই বেশিরভাগ কিশোরী গর্ভবতী হচ্ছে। এছাড়া এ ব্যাপারে অসচেতনদের সংখ্যাও কম নয়। দীর্ঘ ১৪ বছর গবেষণা চালিয়ে গত বছর এক প্রতিবেদনে মার্কিন গবেষণকরা কিশোরীদের গর্ভবতী হওয়ার হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এ বছরও এখন পর্যন্ত সে আনুপাতিক হার কমেনি। সেই সঙ্গে হার বজায় আছে গর্ভপাতেরও। গবেষণায় আরও জানা যায়, যেসব কিশোরীরা গর্ভবতী হচ্ছে, তাদের তিন ভাগের এক ভাগ ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করে। উৎসঃ বাংলামেইল২৪ডটকম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন