পুলিশ সদস্যের অনৈতিক সম্পর্ক..অবশেষে বিয়ে..অতঃপর..
21 Apr, 2014
রাজধানীর আশুলিয়ায় যৌতুক আদায়ের জন্য স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ এসেছে এক পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহিউদ্দিন সে বাংলাদেশ পুলিশ এ কনস্টেবল হিসেবে কর্মরত।
গত রোববার রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পরে প্রতিবেশীরা আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে রাতেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিতার নাম শিল্পী বেগম (৩৫) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাসিন্দা। তার স্বামী মহিউদ্দিন ঢাকার ধামরাই থানার বাথুলী এলাকার তারু মিয়ার ছেলে।
শিল্পী বেগম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান মহিউদ্দিন। এর মধ্যে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে কৌশলে চার লাখ টাকা হাতিয়ে নেন। পনেরো দিন আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই নতুন ঘর তোলার কথা বলে আরো চার লাখ টাকা যৌতুক দাবি করেন মহিউদ্দিন।
নতুন করে যৌতুকের টাকা দেওয়ায় অস্বীকৃতি জানালে রোববার রাতে স্বামী তাকে বেদম প্রহার করলে অজ্ঞান হয়ে পড়লে তার মাথার চুল কেটে দেন পাষাণ্ড স্বামী মহিউদ্দিন।
পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
Share on facebook Share on email Share on print 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন