১২ বছরে ৯৮ সন্তানের পিতা, চান ‘বিনামূল্যে’ যৌন সম্পর্ক গড়তে!
March 27, 2014 by নিউজ ডেস্ক/এমএ in রকমারি with 0 Comments
man ইউরোপের সবচেয়ে ‘সন্তান উৎপাদনশীল পুরুষ’ হিসেবে তিনি বহুল পরিচিত। তার বয়স ৪৪ বছর। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে যে, গত মাত্র ১২ বছরেই ৯৮টি পুত্র ও কন্যা সন্তানের জনক হয়েছেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ২ সন্তান দূরে রয়েছেন তিনি। অনেকেই হয়তো আঁচ করে ফেলেছেন সে পুরুষটি আর কেউ নন, নেদারল্যান্ডসের বাসিন্দা এড হুবেন। একটি ক্লিনিকে ‘স্পার্ম’ বা শুক্রাণু দানের মাধ্যমে তার শুরু। এভাবেই তিনি একে একে ৯৮ সন্তানের জনক হিসেবে পরিচিতি পান। প্রতি বছর সে সংখ্যাটা বাড়ছে। কিন্তু, এবার তিনি সন্তান জন্মদানের এ পদ্ধতিটাকে সরাসরি করতে চাইলেন। যে নারীরা বিনামূল্যে সন্তানের মা হতে চান, তাদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্কে মিলিত হবার ইচ্ছা প্রকাশ করেছেন। হুবেন বলছিলেন যে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে তিনি অনুপ্রেরণা পান। কারণ, তাদের অনেকেই সত্যি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং একটি নতুন জীবন জন্ম দেয়া চমৎকার এক আশার সঞ্চার করে। কারণ, পৃথিবীতে আসা নতুন জীবনটি অনেক ভালোবাসা পাবে এবং তাকে অনেক পরিচর্যা ও আদরে বড় করা হবে। এড হুবেনের একটি ওয়েবসাইটও আছে। অধিকাংশ ক্ষেত্রে সাইটটির মাধ্যমেই ইউরোপের সম্ভাব্য সন্তান-প্রত্যাশী মায়েরা হুবেনের সঙ্গে যোগাযোগ করে থাকেন।
আরো খবর:
ব্রিটেনে ১৩ বছরে বাবা, ১২ বছরে মা!
মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করতে মেয়েদের কেন অনিহা?
যেসব কারণে ক্রমশ পরকীয়া বাড়ছে নারীদের মধ্যে
১০ বছরে এক এক করে সাত সন্তানকে খুন করেছে এক মা!
কন্যা সন্তানের মা হলেন নায়িকা পূর্ণিমা
- See more at: http://www.newsevent24.com/2014/03/27/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%af%e0%a7%ae-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9a/#sthash.E8ErNouF.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন