নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতি অভিনেত্রীর
অনলাইন ডেস্ক:
রকাশ : ২৫ এপ্রিল, ২০১৪ ১৭:৫২:৩৫আপডেট : ২৫ এপ্রিল, ২০১৪ ১৮:০৭:১৭
২৩ বছর বয়সি এক স্ট্রাগলিং অভিনেত্রীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত হলেন বলিউড অভিনেতা ইন্দর কুমার৷ বৃহস্পতিবার মুম্বাইয়ের ভরসোভা এলাকার থানায় এসে অভিনেত্রী নিজে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিনির মেডিকেল টেষ্টে ঘটনার সত্যতা প্রমাণ মিললেই ইন্দর কুমারকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে ইন্দর জানিয়েছেন, ‘এই অভিযোগ একেবারেই মিথ্যে৷ মেয়েটি একজন উঠতি অভিনেত্রী৷ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে৷ মেয়েটির সঙ্গে আমার কোনও ধরনের বন্ধুত্ব পর্যন্ত নেই৷’
বলিউডে ইন্দরের যাত্রা শুরু নব্বই দশকে৷ ১৯৯৬ সালে আয়েষা জুলকার সঙ্গে জুটি বেঁধে ‘মাসুম’ ছবিতে বলি পর্দায় আত্মপ্রকাশ ঘটে ইন্দরের৷ কলকাতর সল্টলেক অঞ্বলে বাসিন্দা ছিলেন ইন্দর৷ টলিউডে বহুদিন চেষ্টা করার পর বলিউডের উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন তিনি৷ ঝুলিতে তাঁর বেশ কয়েকটি জনপ্রিয় ছবি৷ অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়িও কা খিলাড়ি’, সলমনের সঙ্গে ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ও ‘ওয়ান্টেড’৷ ২০১১ সালে বলিউডের ‘ইয়ে দুরিয়া’ ছবিতে শেষ দেখা যায় ইন্দরকে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন