ব্রিটেনে ১৩ বছরে বাবা, ১২ বছরে মা!
April 16, 2014 by নিউজ ডেস্ক/মেহা in রকমারি with 0 Comments
babyরকমারি ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
মেয়েটির বয়স মাত্র ১২ বছর ৩ মাস। তার বয়ফ্রেন্ডের বয়স ১৩ বছর। এই জুটি মঙ্গলবার রাতে ব্রিটেনের সব চেয়ে কমবয়সী মা-বাবা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মাত্র দশ বছর বয়সে ছেলেটির সঙ্গে তার সম্পর্ক হয় এবং প্রাইমারি স্কুলে থাকতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উত্তর লন্ডনের এই কিশোর যুগল সপ্তাহান্তে তাদের কন্যা সন্তানের জন্ম উদযাপন করেছে।
তারা একটি পরিবার হিসেবে একত্রে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মেয়েটি যুক্তরাজ্যের পূর্ববর্তী সর্বকনিষ্ঠ মায়ের চাইতে পাঁচ মাসের ছোট।
ওই মেয়ের ২৭ বছর বয়সী মা যুক্তরাজ্যের সবচেয়ে কম বয়সী দাদী হওয়ার অন্যতম রেকর্ডের অধিকারী।
বিশ্বের সর্বকনিষ্ঠ মা ছিলেন পেরুর টিকারপো শহরের লিনা মেডিনা। ১৯৩৯ সালে ৫ বছর ৭ মাস বয়সে সে জেরারডো নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। সূত্র: ডেইলি মিরর
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৬ এপ্রিল, ২০১৪/২০.২০/মেহেদী হাসান
আরো খবর:
১২ বছরে ৯৮ সন্তানের পিতা, চান ‘বিনামূল্যে’ যৌন সম্পর্ক গড়তে!
কিশোরী ছাত্রীদের জন্য স্কুলে কনডম ও পিল!
কন্যা সন্তানের মা হলেন নায়িকা পূর্ণিমা
বয়স্ক বাবাদের সন্তানদের কুৎসিত হওয়ার সম্ভাবনা প্রবল
প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭শ কিশোরী মা হচ্ছে!
- See more at: http://www.newsevent24.com/2014/04/16/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a8/#sthash.Xpkcnqsz.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন