শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩
পরকীয়া করতে গিয়ে প্রেমিকার বাড়িতে লাশ
November 6, 2013 | Filed under: চলতি খবর,ঢাকার বাইরে | Posted by: নিউজ ডেস্ক/মেহা
bograনিউজ ইভেন্ট ২৪ডটকম
বগুড়া
বগুড়া সদরে পরকীয়া প্রেম করতে গিয়ে প্রেমিকার বাড়িতে লাশ হলে এক প্রেমিক। নিহতের নাম রনি (২৩)। পুলিশ বুধবার সকাল ৮টায় রনির লাশ উদ্ধার করেছে।
সে একই গ্রামের আব্দুস সামাদ পাইকড় ওরফে টুনু মিয়ার ছেলে। প্রেমিকার নাম ফেন্সি বেগম। তার স্বামীর নাম আফরোজ। সে দুই সন্তানের জননী বলে জানা গেছে।
স্থানীয়রা ধারণা করছে পরকীয়া প্রেমের সম্পর্ক থেকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনির সাথে পার্শ্ববর্তী মালতিনগর দক্ষিণপাড়ার দুই সন্তানের জননী ফেন্সি বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল বেশ কিছুদিন ধরে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ফেন্সি বেগম রনিকে তার বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় তার স্বামী বাসায় ছিল না। রাত আড়াইটার দিকে ফেন্সি রনির মাকে ফোন করে তার ছেলে আত্মহত্যা করেছে বলে জানায়।
ফেন্সি জানায়, রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মধ্য রাতে ফেন্সি বেগম বাথরুমে গেলে রনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রনির বাবা-মা রাতেই ফেন্সির বাড়িতে গিয়ে ছেলের লাশ ফাঁসিতে ঝুলতে দেখে।
শাজাহানপুর থানার পুলিশ কর্মকর্তা হাসান জানান, ময়না তদন্তের পর রনির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিউজ ইভেন্ট ২৪ডটকম/০৬ নভেম্বর ২০১৩/১০.৩১/মেহেদী হাসান
- See more at: http://www.newsevent24.com/2013/11/06/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/#sthash.BRXYbU0X.dpuf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন