মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
12 Nov, 2013
সদ্য অবসর নেওয়া অবসরপ্রাপ্ত সুপ্রিমকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী আইনজীবী। কলকাতার আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ডিসেম্বরে সুপ্রিমকোর্টের অভিযুক্ত ওই বিচারপতির অধীনে শিক্ষানবিশ ছিলেন।
অভিযোগে তিনি বলেন, গত বছর ডিসেম্বর শিক্ষানবিশকতা করার সময়ই তিনি ওই বিচারপতির দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশের পর ভারতের প্রধান বিচারপতি পি সাথাসিবম তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগকারী ওই আইনজীবী তাঁর উপর হওয়া যৌননির্যাতনের উল্লেখ করেন একটি ব্লগে। পরে 'লিগালি ইন্ডিয়া' নামের একটি ওয়েবসাইটে পুনরায় এই ঘটনার উল্লেখ করেছেন।
নিগৃহীতা তরুণী অভিযোগ করেছেন দিল্লিতে ১৬ ডিসেম্বরের গণধর্ষণ কাণ্ডে সারা দেশ যখন প্রতিবাদে উত্তাল তখন দিল্লিরই একটি হোটেলে `ঠাকুরদার বয়সী` ওই বিচারক তাঁর উপর যৌননিগ্রহ চালায়।
ঘটনার পর মেয়েটি বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকার কারণে নিজেকে ভীতু বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন ভবিষ্যতে কোনও মেয়ে যাতে এই ধরণের নিগ্রহের শিকার না হয় তাই তিনি বর্তমানে সোচ্চার হয়েছেন।
ঘটনার পর কেন তিনি চুপ ছিলেন মেয়েটির কাছে এ কথা জানতে চাইলে তিনি জানান ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে সেই সময় কোনও প্রতিক্রিয়া জানাবারও অবস্থায় ছিলেন না তিনি।
নিজের উপর নিগ্রহের কথা প্রকাশ করে নিগৃহীতা আইনজীবী জানিয়েছেন 'আমি অন্তত চারজনকে চিনি যাঁদেরকে ওই বিচারক যৌন নিগ্রহ করেছে। তাঁদের মধ্যে একটি মেয়েতো দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির বিকৃত লালসার শিকার হয়ে ছিলেন।'
তবে ব্লগে নিজের বক্তব্য জানাবার সংবাদ মাধ্যমের কাছে নতুন করে আর কিছু জানাতে চাননি অভিযোগকারী আইনজীবী।
উৎসঃ কালের কণ্ঠ
Share on facebook Share on email Share on print 2
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন