শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩
শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করেছে ১৪ বছরের ছাত্র!
November 23, 2013 | Filed under: রকমারি | Posted by: নিউজ ডেস্ক/মেহা
uk_studentনিউজ ইভেন্ট ২৪ ডটকম
রকমারি ডেস্ক
ইংল্যান্ডের ড্যানভারে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্র তার স্কুলেরই এক শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করেছে। ঘটনাটি গত ২২ অক্টোবরে ঘটলেও বৃহস্পতিবার মামলাটি আদালতে তোলা হয়।
জানা গেছে, ফিলিপ সিজম নামের এই স্কুলছাত্র তার ২৪ বছর বয়সী গণিতের শিক্ষিকা কলিন রিটজারকে স্কুলের একটি বাথরুমে নিয়ে প্রথমে ধর্ষণ করে ও পরে হত্যা করে। হত্যার আগে তার ওপর নির্যাতনও করা হয় বলে জানা গেছে।
বক্স কাটার দিয়ে কুপিয়ে হত্যার পর কলিনের লাশ মুড়িয়ে স্কুলের পেছনে কাঠের একটি স্তুপের মধ্যে ফেলে রাখা হয়। সূত্র: মেইল অনলাইন
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/২৩নভেম্বর ২০১৩/০৯.১৪/মেহেদী হাসান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন