শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
CNN - iReport নিয়ে মিথ্যাচার ফাঁস! (ভিডিও)
08 Nov, 2013
দুই দিন আগে CNN - iReport এর এক উন্মুক্ত পাঠক ব্লগের রেফারেন্স দিয়ে হাসিনা বিডিআর বিদ্রোহ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেছিল, আজ CNN সেই পাঠক ব্লগটি মিথ্যা তথ্যের দায়ে মুছে দিয়েছে ..
.
(একজন দায়িত্ব শীল মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মাঝে পার্থক্য জানেন? সাধারণ মানুষ তার খেয়াল খুশি মতো বক্তব্য দিতে পারেন । কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তিকে বুঝে শুনে মন্তব্য দিতে হয় ।কারণ তিনি দেশ কে , রাষ্ট্র কে , সরকারকে প্রেজেন্ট করেন । তার বক্তব্য এর আলাদা গুরুত্ব আছে । তার বক্তব্য কে ক্ষেত্রে বিশেষে বিশেষ বিশেষ বিষয়ে রাষ্ট্রের অবস্থান হিসেবে গণ্য করা হয় । বিডিয়ার ম্যাসাকারের মতো স্পর্শ কাতর বিষয়ে তাই জাতি তাদের কাছ থেকে দায়িত্বপূর্ণ বক্তব্য আশা করে । গত কাল এবং আজকে দুটি সমাবেশে আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনা বিডিয়ার বিদ্রোহের জন্য বিএনপি এর নেতা দের দায়ী করেছেন । সূত্র হিসেবে তিনি উল্লেখ করেছেন সিএনএন IReport এর একটি প্রতিবেদন কে! আপনাদের কাছে আমরা আগেই বিষয় টি উপস্থাপন করেছি । আবার ও করছি । সিএনএন আই রিপোর্ট হচ্ছে সিএনএন এর একটি উন্মুক্ত ব্যবস্থা যেখানে যে কেও খবর পোষ্ট করতে পারে । এটা অনেক টা ব্লগ পোষ্টের মতো ।যারা ব্লগ পোষ্ট বুঝেন না তাদের জন্য আরো সহজ ভাষায় বলি এটা হচ্ছে অনেকটা পত্রিকার মতামত কলামের মতো!যে যা খুশি তা প্রকাশ করতে পারে । এবং সিএনএন পরিস্কার ভাবে বলে দিয়েছে এধরণের কোন খবরের দায় দায়িত্ব সিএনএন নিবে না ।তাদের ওয়েব সাইটে তারা বলেছে " "CNN iReport is a little bit different from the rest of CNN.com, because everything here starts with a story from members of our community. We want to invite you to share the stories you care about with CNN, and the rest of the world. " )
তারপরও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা কামরুল এই আই রিপোর্ট কেই ভিত্তি হিসেবে ধরে বিএনপিকেই দায়ী করছেন । এর পরিপ্রেক্ষিতে CNN এক প্রকার বাধ্য হয়েই এই ব্লগ পোষ্টটি রিমুভ করেছে । সেই পোষ্টটির লিঙ্কে গেলে এখন এই মেসেজ দেখাচ্ছে
"This iReport is not available
CNN PRODUCER NOTE This story has been pulled because it is in violation of iReport's Community Guidelines. Please note that iReport is CNN's user-generated platform. You can learn more about iReport here.
- davidw, CNN iReport producer "
Share on facebook Share on email Share on print 18
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন