শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩
কুকর্ম দেখে ফেলায়…..
November 4, 2013 | Filed under: অপরাধ,ঢাকার বাইরে | Posted by: নিউজ ডেস্ক/মেহা
kopa_kupiনিউজ ইভেন্ট ২৪ডটকম
রংপুর
অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় ধারালো ছুরি দিয়ে চোখ উপড়ে ফেলে কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যাক্তিকে। নিহতের নাম দুলাল। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
রোববার সকালে কোতয়ালী থানা পুলিশ রংপুর মহানগরীর অদূরে একটি ধানক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার এবং অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।
জানা গেছে, নগরীর পূর্ব নাজিরদিগর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী ২ সন্তানের জননী বেবী বেগমের সাথে একই এলাকার মোজাম্মেল হোসেনের পুত্র আশরাফুল আলমের সাথে প্রেম চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে বেবী ও আশরাফুল আলমকে একটি ধান ক্ষেতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে একই এলাকার মাছ ব্যবসায়ী দুলাল মিয়া (৪৫)। এ ঘটনা যাতে প্রকাশ না পায় সেজন্য বেবী ও আশরাফুল দুজনে মিলে ওই রাতেই দুলাল মিয়াকে কৌশলে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলে। এতেও তারা ক্ষান্ত না হয়ে দুলাল মিয়ার একটি চোখও উপড়ে ফেলে। হত্যার পর তারা লাশটি ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
কোতয়ালী থানার এসআই আব্দুর রহিম ঘটনাটি প্রাথমিক তদন্তে বেবী বেগমের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সহযোগি হাসিনা বেগম নামে অপর একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নিউজ ইভেন্ট ২৪ডটকম/০৪ নভেম্বর ২০১৩/০৮.২৫/মেহেদী হাসান
- See more at: http://www.newsevent24.com/2013/11/04/%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%9c/#sthash.2AxuAyNw.dpuf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন