শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
পুলিশের মেয়েকে ধর্ষণ!
November 9, 2013 ডেস্ক রিপোর্টার All News, আন্তর্জাতিক, কলকাতা No comments
1ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে এবার এক পুলিশ কর্মকর্তার মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আসানসোলের সাব ইন্সপেক্টরের মেয়েকে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে হীরাপুর থানার পুলিশ। ধৃতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আসানসোল মহকুমা আদালত।
জানা যায়, চলতি বছরের গোড়ায় সরস্বতী পুজোর দিন একাদশ শ্রেণির ওই ছাত্রীকে ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় দ্বাদশ শ্রেণির ছাত্রটি। তারপর পানীয়ের সঙ্গে মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে বেহুঁশ করে ধর্ষণ করা হয় । এরপর ছাত্রীর নগ্ন ছবি নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে ছাত্রটি। সেই ছবি ইন্টারনেটে আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় । দিনকয়েক আগে ছাত্রটি ওইসব নগ্ন ছবি ইন্টারনেটে দিয়ে দেয় । বিষয়টি জানাজানি হতেই হীরাপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। সূত্র: জি নিউজ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন